ইতিমধ্যেই ডেঙ্গু নিয়ে বৈঠক সেরেছেন মুখ্য সচিব। এবার রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে জানা গিয়েছে পুরো বৈঠক কি হবে ভার্চুয়ালি। যদিও কলকাতার আধিকারিকদের স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
মূলত রাজ্যের মেডিকেল কলেজ গুলিতে কিরকম সামগ্রিক ব্যবস্থাপনা রয়েছে, এছাড়াও রাজ্য স্বাস্থ্য দপ্তর যে পরিকল্পনাগুলো দিয়ে দিয়েছে তার ঠিকঠাক ভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেই সমস্ত নিয়ে খোঁজ নিতেই বৈঠক ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এছাড়াও যে পরিকল্পনা গুলো রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে তা নিয়ে কারোর কোন সমস্যা বা অভিযোগ রয়েছে কিনা সে বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে এ দিনের বৈঠকে বলে খবর।
এছাড়াও পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলোর পরিকাঠামগত কি ব্যবস্থা রয়েছে বা সেখানে বিভিন্ন বিভাগের ডাক্তার রয়েছেন কিনা সেই বিষয়েও পর্যালোচনা হতে পারে ওইদিনের বৈঠকে। এদিকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়োগ বিভিন্ন সময়ে অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে। সে ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এর আগেও একাধিক বার করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই মনে করা হচ্ছে সোমবারের বৈঠক থেকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়োগ স্বাস্থ্য আধিকারিকদের বেশ কিছু নির্দেশ দিতে পারেন তিনি।
আপনার মতামত লিখুন :