1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘আমি জানতাম দিদি পাশে দাঁড়াবেন, বুঝতে পারবেন’, বলছেন অনুব্রত, দাবি আইনজীবীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০৩:৩৪ পিএম

‘আমি জানতাম দিদি পাশে দাঁড়াবেন, বুঝতে পারবেন’, বলছেন অনুব্রত, দাবি  আইনজীবীর
‘আমি জানতাম দিদি পাশে দাঁড়াবেন, বুঝতে পারবেন’, বলছেন অনুব্রত, দাবি আইনজীবীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। রবিবারই অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর গ্রেফতারি নিয়ে সিবিআই ও বিজেপিকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি বললেন, ‘কেষ্টর বাড়িতে তাণ্ডব চালাচ্ছে সিবিআই’। রবিবার বেহালায় এক প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ওই অনুষ্ঠান থেকে প্রশ্ন তোলেন, ‘কী করেছিল কেষ্ট?’ এদিন মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেন, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কার্যত পরোক্ষভাবে অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তাই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা পেয়ে রীতিমতো খুশি এবং একইসঙ্গে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। নিজের আইনজীবীকে জানালেন, ‘জানতাম দিদি পাশে থাকবেন।’

পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দলের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ নেওয়া হলেও, অনুব্রত মণ্ডলের প্রতি যে তৃণমূল কংগ্রেস ধীরে চলো নীতি নিয়েছে এবং নরম মনোভাব রাখছে, তা আগেই মনে করা হচ্ছিল। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের মন্তব্যে তা আরও স্পষ্ট হয়ে গেল। রবিবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই অনুব্রতর আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে গিয়েছে। সোমবার এমনটাই দাবি করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। তিনি জানিয়েছেন যে, অনুব্রত মণ্ডল তাঁকে বলেছেন যে, ‘আমি জানতাম জানতাম দিদি পাশে দাঁড়াবেন। কারণ এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই। এটাই কাম্য ছিল। জানতাম দিদি বুঝতে পারবেন।’ কেষ্টর আইনজীবী আরও দাবি করেছেন, অনুব্রত মণ্ডল শারীরিকভাবে সুস্থ নন। তারপরেও তাঁকে দেখে মনে হয়েছে তাঁর আত্মবিশ্বাস ফিরে এসেছে।

রবিবারই বেহালার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেন, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এরপরই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনদিন ক্ষমতা বা পদ চায়নি অনুব্রত।’ তাঁর কথায়, ‘কেষ্টকে আমি অনেকবার বলেছি তুই এমএলএ হতে পারিস, এমপি হওয়ার পরামর্শও দিয়েছি। কিন্তু কোনওদিন ও রাজি হয়নি। রাজ্যসভার সাংসদ করতেও চেয়েছিলাম, তাতে রাজি হয়নি।’ এরপরই অনুব্রত মণ্ডলের স্ত্রীর প্রসঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত ২ বছর কেষ্টর কীভাবে কেটেছে আমরা জানি। পঞ্চায়েত ভোটের সময় ওর বউ হাসপাতালে। আমাকে বলত, তোমার বউমা বলেছে ভোটের কাজ করতে।’

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী বলেন, ‘গরু পাচারের এতো অভিযোগ। গরু তো আসে উত্তরপ্রদেশ থেকে। আমি তো বলেছি বর্ডার থেকে ঢুকতে দেব না। তারপরও কেন বর্ডার থেকে প্রবেশ করতে দেওয়া হয়? সেখানে তো থাকে বিএসএফ। দায়িত্ব তো অমিত শাহের। শুধু বাংলাকে দোষ দিলে, আর তৃণমূল নেতাদের বাড়িতে রাতে লোক পাঠালেই হবে না।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহের বৃহস্পতিবারই অনুব্রত মণ্ডলকে তাঁর বোলপুরের বাড়ি থেকে গরু পাচার মামলায় প্রথমে আটক করে এবং, পরে ওইদিনই তাঁকে গ্রেফতার করে সিবিআই। সূত্রের খবর, তাঁর দেহরক্ষী সায়গলের বিরুদ্ধে আদালতে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। আপাতত সিবিআই হেফাজতে আছেন অনুব্রত।

আরও পড়ুন