বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ইউক্রেনের যুদ্ধ পিরিস্থিতি ক্রমশ আরও আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। ইতিমধ্যেই শনিবার রাশিয়ার রাষ্ট্রপতি বলেছেন, কোনও দেশ এই মুহূর্তে ইউক্রেনের উপরে নো-ফ্লাই জোন চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে, তারাও এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে যাবে। তাঁর কথায়, ‘এই রকম যেকোনো কাজকে আমরা সেই দেশের সশস্ত্র সংঘাতের অংশ হিসেবে বিবেচনা করব।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেছেন যে, ‘নো-ফ্লাই আরোপ করা শুধুমাত্র ইউরোপের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য বিশাল এবং বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।’
অন্যদিকে, পুতিন সব গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছন যে, রাশিয়া এই যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে নিজের দেশে মার্শাল আইন ঘোষণা করছে না। আবার ক্রেমলিন বলছে যে, তারা এই মুহূর্তে রাশিয়ায় সামরিক আইন চালু করার কোনও পরিকল্পনা করছে না, কারণ এমন গুজব ছড়িয়েছে যে, রাশিয়ার সরকার ইউক্রেনে তাদের আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত একটি ক্ল্যাম্পডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, রাশিয়ার ফ্ল্যাগশিপ ক্যারিয়ার অ্যারোফ্লেট-এর কর্মীদের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত একটি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন যে, ‘মার্শাল আইন শুধুমাত্র তখনই চালু করা উচিত যখন বহিরাগত আগ্রাসন থাকে… আমরা এই মুহূর্তে তেমন কিছু অনুভব করছি না এবং আশা করছি আমরা তা করব না।’
আপনার মতামত লিখুন :