বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ নমাজ চলছিল। এমনই সময় ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ। কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদার এলাকার কিস্সা খাওয়ানি বাজারের মসজিদ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৫ জন। আহতের সংখ্যা শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, ঘটনার সময় মসজিদে শুক্রবারের নমাজ পড়া হচ্ছিল। তখনই আচমকাই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে মসজিদ চত্বরে তখন রক্তের বন্যা, হাহাকার আর আতঙ্ক। মসজিদে মেঝেতে পরে থাকতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় নিহত এবং আহতদের।
ঘটনার পরই সঙ্গে সঙ্গে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। এদিকে, স্থানীয় পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, সন্ত্রাসবাদীদের একটি দল মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করতেই প্রথমে পুলিশের সঙ্গে তাঁদের গুলির লড়াই চলে। সেই সময়ই তাঁদের মধ্যেই একজন জঙ্গি মসজিদের ভিতরে ঢুকে পড়ে এবং আচমকাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। পুরো বিষয়টাই মুহূর্তের মধ্যেই ঘটে যায়।
আপনার মতামত লিখুন :