1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ! ২ জন উপমুখ্যমন্ত্রী যোগী সরকারে

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৫:৩২ পিএম

দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ! ২ জন উপমুখ্যমন্ত্রী যোগী সরকারে
দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ! ২ জন উপমুখ্যমন্ত্রী যোগী সরকারে

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, এই প্রথম উত্তরপ্রদেশে কোনও মুখ্যমন্ত্রী টানা দু’বার শপথ নিলেন। বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে উত্তরপ্রদেশে সরকার গঠন করছে বিজেপি। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী ছাড়াও ছিলেন বিজেপির বহু শীর্ষ নেতা। পাশাপাশি এদিন উত্তরপ্রদেশে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাম্প্রতিকের বহু চর্চিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’- এর কলাকুশলীরাও। অটল বিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে আজ শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। একটি বিরাটা আকারের পদ্মফুল তৈরি করা হয় স্টেডিয়ামের মধ্যে। 

এদিন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেশব মৌর্য। তবে, একজন নয়, যোগীর নয়া মন্ত্রিসভায় রয়েছেন দুজন উপমুখ্যমন্ত্রী। দ্বিতীয়জন হলেন ব্রজেশ পাঠক। যোগীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব এবং মায়াবতীকেও। 

যোগীর ক্যাবিনেটে স্থান পেয়েছেন-  লক্ষ্মী নারায়ণ চৌধুরী, জয়বীর সিং, ধর্মপাল সিং, নন্দ গোপাল নন্দী, সূর্য প্রতাপ শাহী, সুরেশ কুমার খান্না, স্বতন্ত্র দেব সিং, বেবি হানী মৌর্য, ভূপেন্দ্র সিং চৌধুরী, জিতিন প্রসাদ, রাকেশ সচান, অরবিন্দ কুমার শর্মা, যোগেন্দ্র উপাধ্যায়, অনিল রাজভর, আশিস পাটেল, সঞ্জয় নিষাদ।

উত্তরপ্রদেশের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ১৪ জন মন্ত্রীরা হলেন- সন্দীপ সিং, গুলাব দেবী, গিরিশ চন্দ্র যাদব, ধর্মবীর প্রজাপতি, অসীম অরুণ, নীতিন আগরওয়াল, কপিলদেব আগরওয়াল, রবীন্দ্র জয়সওয়াল,  জেপিএস রাঠোর, দয়াশংকর সিং, নরেন্দ্র কশ্যপ, দীনেশ প্রতাপ সিং,  দয়াশংকর মিশ্র দয়ালু, অরুণ কুমার সক্সেনা।

অন্যদিকে, প্রতিমন্ত্রীর দ্বায়িত্বে রয়েছেন- রামকেশ নিষাদ, মনোহরলাল মন্নু কেরী, সঞ্জয় গঙ্গওয়ার, ব্রিজেশ সিং, কেপি মলিক, সুরেশ রাহী, ময়ঙ্কেশ্বর সিং, দীনেশ খটিক, সঞ্জীব গৌড়, বলদেব সিং অলোখ, অজিত পাল, জসবন্ত সেনী, সৌমেন্দ্র তোমার, অনুপ প্রধান, প্রতিভা শুক্লা, রাকেশ রাঠোর, রজনী তিওয়ারি, দানিশ আজাদ অনসারি, বিজয় লক্ষ্মী গৌতম, সতীশ শর্মা।

এদিন কয়েক হাজার মানুষের উপস্থিতিতে শপথ নিলেন উত্তরপ্রদেশের নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা। উল্লেখ্য, সংখ্যালঘু মুখ হিসেবে জায়গা পেয়েছেন দানিশ আজাদ আনসারি। তিনি যোগীর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন। 

প্রসঙ্গত একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি। ২৫৫ টি আসন জিতেছে তারা। দ্বিতীয় আসনে থাকা সমাজবাদী পার্টি পেয়েছে ১১১ টি আসন। 



 

আরও পড়ুন