1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ককে কাদাস্নান করালেন মহিলারা! কিন্তু কেন?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ১১:০২ এএম

উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ককে কাদাস্নান করালেন মহিলারা! কিন্তু কেন?
উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ককে কাদাস্নান করালেন মহিলারা! কিন্তু কেন?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বর্ষা শুরু হয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে মহারাজগঞ্জ জেলার একদল মহিলা পালন করলেন এক বিশেষ রীতি। বৃষ্টির দেবতা ‘ইন্দ্র দেব’কে তুষ্ট করতে স্থানীয় বিধায়ক এবং নগরপালিকার চেয়ারম্যানকে কাদায় ভিজিয়ে পালন হল সেই বিশেষ রীতি। 

এটি এই অঞ্চলের এক প্রাচীন বিশ্বাস যে, শহরের প্রধানকে কাদাস্নান করালে, বৃষ্টি দেবতা তাতে খুশি হন এবং এই অঞ্চলে বৃষ্টি নিয়ে আসেন। তাই মহারাজগঞ্জের পিপারদেউরা এলাকার মহিলারা বিজেপি বিধায়ক জয়মঙ্গল কানোজিয়া এবং নগরপালিকা চেয়ারম্যান কৃষ্ণ গোপাল জয়সওয়ালকে কাদায় স্নান করান। শুধু কাদায় স্নান করানোই নয়, এর পাশাপাশি সেই সময় গানও গেয়েছিলেন।

এই রীতি পালনের সময় সেখানে উপস্থিত এক মহিলা জানিয়েছেন যে, ‘এটি একটি বিশ্বাস যে শহরের প্রধানকে কাদায় স্নান করালে ইন্দ্রদেব খুশি হন। বৃষ্টি কম হল তা ধানের ফলঙ্কে প্রভাবিত করবে।’

এদিকে, প্রাচীন ওই বিশ্বাসের মান রেখে, বিধায়ক কানোজিয়া এবং নগর পালিকা চেয়ারম্যান জয়সওয়াল বৃষ্টির জন্য কাদা স্নান করেন স্বেচ্ছায়। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক কানোজিয়া বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে মানুষ অস্থির এবং ইন্দ্রদেবকে খুশি করার জন্য কাদায় স্নান করা একটি প্রাচীন প্রথা। শহরের মহিলারা বৃষ্টির জন্য আমাদের কাদায় স্নান করান।’

অন্যদিকে, জয়সওয়াল বলেন, খরা পরিস্থিতির সম্মুখীন আমরা। এলাকার মহিলারা শুধুমাত্র বৃষ্টির দেবতাকে খুশি করার জন্য এই অঞ্চলের প্রাচীন ঐতিহ্যকে অনুসরণ করেছেন।

আরও পড়ুন