1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

কীভাবে ভেঙে পড়ল গুজরাটের মোরবি ব্রিজ? প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ

মৌসুমী মোদক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৩:১৮ পিএম

কীভাবে ভেঙে পড়ল গুজরাটের মোরবি ব্রিজ? প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ
কীভাবে ভেঙে পড়ল গুজরাটের মোরবি ব্রিজ? প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ

ক্ষণিকের ভুলে যে কত মারাত্মক বিপদ ঘটে যেতে পারে সাম্প্রতিক সময়ে গুজরাটের মোরবি ব্রিজ পতনই তার উদাহরণ!  রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ভেঙে পড়ে গুজরাতের মোরবি জেলা এই মাচ্ছু নদীর উপর থাকা ঝুলন্ত ব্রিজ। আর এই ঘটনায় ইতিমধ্যেই ১৪১ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

ঝুলন্ত এই ব্রিজ ভেঙ্গে পড়ার ঘটনায় ইতিমধ্যেই ১৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনিক তৎপরতাই মাত্র আধ ঘন্টার মধ্যে উদ্ধারকার্য শুরু হলে শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে এখনো যে মৃতের সংখ্যা বাড়বে না তার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। মুহূর্তের মধ্যে মৃত্যু পুরিতে পরিণত হওয়ার এই ঝুলন্ত ব্রিজ আজ আলোচনার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু।

দুর্ঘটনার মুহূর্তে ঠিক কি ঘটেছিল তার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামনে এসেছে। ভয়ংকর সেই সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি তা যেন অসহনীয় একটি ভিডিও হয়ে দাঁড়িয়েছে। কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো তা নিয়ে বহু মানুষের মধ্যে থাকা কৌতূহল কিছুটা হলেও দূর করতে পারে এই সিসিটিভি ফুটেজ।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ঝুলন্ত ঐ ব্রিজের মধ্যে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। যে প্রান্তের এই সিসিটিভি ফুটেজ সেই প্রান্তে কয়েকজন যুবক নিজেদের মধ্যে কিছু যেন আলোচনা করছিলেন। অন্যদিকে ব্রিজের মাঝামাঝি জায়গায় যারা ছিলেন তাদের দেখা যায় কেবল ধরে দাঁড়িয়ে থাকতে। এরই মধ্যে আচমকা সেই ব্রিজ ভেঙে পড়ে এবং প্রায় প্রত্যেককেই নদীতে পড়ে যান।

কেউ কিছু বুঝে ওঠার আগেই এমন দুর্ঘটনা ঘটে যাওয়ায় সেই ভাবে আগাম কেউ ব্রিজ থেকে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা চালান নিয়ে এমনটাই স্পষ্ট সিসিটিভি ফুটেছে। দুর্ঘটনার পর মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে কিভাবে দুর্ঘটনা গ্রস্ত মানুষেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কেবল সহ হাতের কাছে পাওয়া সব কিছুকে আঁকড়ে ধরতে চাইছেন।

আরও পড়ুন