1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

শৌচালয় পরিষ্কার করেছে পড়ুয়ারা, তদারকিতে খোদ প্রধান শিক্ষক! ভিডিও ভাইরাল হতেই তুমুল নিন্দার ঝড়

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৭:৩৯ পিএম

শৌচালয় পরিষ্কার করেছে পড়ুয়ারা, তদারকিতে খোদ প্রধান শিক্ষক! ভিডিও ভাইরাল হতেই তুমুল নিন্দার ঝড়
শৌচালয় পরিষ্কার করেছে পড়ুয়ারা, তদারকিতে খোদ প্রধান শিক্ষক! ভিডিও ভাইরাল হতেই তুমুল নিন্দার ঝড়

স্কুলের শৌচালয় পরিষ্কার করছে পড়ুয়ারা। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই নিন্দার মুখে পড়তে হয়েছে উত্তরপ্রদেশের একটি স্কুলকে। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়েছে ওই স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকা। ইতিমধ্যেই গোটা ঘটনার নিন্দায় সরব হয়েছে নেটিজেন থেকে শুরু করে শিক্ষামহল। এর জেরি গোটা ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছোট ছোট পড়ুয়াদের দিয়ে স্কুলের শৌচালায় পরিষ্কার করানো হচ্ছে। আর সেই কাজের তদারকি করছেন খোদ প্রধান শিক্ষক। এমনকি একইসঙ্গে ওই শিক্ষক হুঁশিয়ারি দিয়ে বলছেন ভালোভাবে শৌচালয় পরিষ্কার না করলে তাদেরকে স্কুলের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হবে না। সে ক্ষেত্রে বাড়িতে গিয়ে শৌচকর্ম করতে হবে। আর এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়ার পিপরা গ্রামের ওই প্রাথমিক স্কুলকে ঘিরে।

ভিডিও ভাইরাল হতেই যেমন প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক তেমনি নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, পড়ুয়াদের কিভাবে শ্রমিক হিসেবে কাজ করাচ্ছেন শিক্ষক? সঙ্গে তাদের আরো প্রশ্ন পড়াশোনার বদলে কি তাহলে অভিভাবকরা এই করতেই স্কুলে পাঠান? স্বাভাবিকভাবেই এ ধরনের বিতর্কিত প্রশ্ন উঠতেই অস্বস্তিতে পড়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসন।

এই গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য শিক্ষা দপ্তর। ব্লক শিক্ষা আধিকারিক অখিলেশ কুমার ঝা জানিয়েছেন, ভিডিও সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদি এই ভিডিও সত্যি হয়ে থাকে তবে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনত উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।

আরও পড়ুন