1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

উত্তরকাশীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীবাহী বাস! মৃতের সংখ্যা বেড়ে ২৬

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ৬, ২০২২, ১১:০১ এএম

উত্তরকাশীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীবাহী বাস! মৃতের সংখ্যা বেড়ে ২৬
উত্তরকাশীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীবাহী বাস! মৃতের সংখ্যা বেড়ে ২৬

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ উত্তরকাশীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রীবাহী একটি বাস। ওই বাসটিতে মোট ২৮ জন তীর্থযাত্রী- সহ ছিলেন ৩০ জন। গতকালই ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে মৃতের সংখ্যা আরও বাড়ে। এখনও পর্যন্ত ৩০ জনের মধ্যে ২৬ জনেরই মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। মৃতদের মধ্যে ১৪ জনই ছিলেন মহিলা যাত্রী। আহত ৪ জনকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভরতি করা হয়েছে বলেই খবর।

রবিবার মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনোত্রীর দিকে যাচ্ছিল তীর্থযাত্রী বোঝাই ওই বাসটি। এরপর উত্তরকাশীর ডামটায় যমুনোত্রী জাতীয় সড়কের দামতার কাছে ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনাটি। সন্ধে ৬ টা ৪৫ নাগাদ বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসে ছিলেন মধ্যপ্রদেশের তীর্থযাত্রীরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। 

এদিকে, দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গভীর রাতে উত্তরাখণ্ডে দেরাদুনের উদ্দেশে রওনা দেন। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরাখণ্ডের চারধামে তীর্থযাত্রায় যমুনোত্রী ধামে যাওয়া বাসটি খাদে পড়ায় মধ্যপ্রদেশের পান্না জেলার তীর্থযাত্রীদের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের আত্মীয়দের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলেই সম্ভাব্য সবরকম সাহায্যে করা হবে।’

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এদিকে, শোক প্রকাশ করে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি জানিয়েছেন, ‘পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দিন। সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দুর্ঘটনার তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’ 

অন্যদিকে, শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ‘যমুনোত্রী মহাসড়কের উত্তরকাশীতে একটি বেদনাদায়ক সড়ক দুর্ঘটনায় চারধাম যাত্রায় বহু তীর্থযাত্রীর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত।’

আরও পড়ুন