এবার আরও সহজ কলকাতার সঙ্গে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা। ট্রেন পথেই এবার থেকে আরও দ্রুত পৌঁছে যাওয়া যাবে ত্রিপুরায়। বৃহস্পতিবার আগরতলা থেকে আগরতলা-কলকাতা এক্সপ্রেসের শুভ সূচনা হল। উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও রাজ্যের পরিবহণ মন্ত্রী প্রাণজিত্ সিংহ রায়।
ত্রিপুরায় পর্যটনের জন্য বহু মানুষ যান কলকাতা থেকে। এছাড়াও চিকিৎসা, পড়াশোনা ও কাজের জন্য বহু মানুষকে কলকাতা থেকে পাড়ি দিতে হয় ত্রিপুরার উদ্দেশ্যে। সেক্ষেত্রে আগরতলা-কলকাতা এক্সপ্রেস চালু হওয়ার ফলে সেই যোগাযোগ অনেক সহজ হবে। একইসঙ্গে অনেক কম খরচে তারা পশ্চিমবঙ্গে আসতে পারবেন। এরফলে ত্রিপুরার পর্যটন শিল্পেও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।
https://twitter.com/rashtrapatibhvn/status/1580410475795259392
এদিনের অনুষ্ঠানে রেলের মুখপাত্র সব্যসাচী দে বলেন, "১৪ কোচের একটি বিশেষ ট্রেন মণিপুর পর্যন্ত চলবে সপ্তাহে একদিন। পাশাপাশি জনশতাব্দী এক্সপ্রেস সপ্তাহে ৩ দিন চলবে। ওই ট্রেনের কোচগুলি হবে ভিস্তাডোম কোচ"।
অন্যদিকে, আরও একটি ট্রেনের উদ্বোধন হয় এদিন। রেল সূত্রে খবর, এই ট্রেনটি আগরতলা থেকে যাবে খোংসাং পর্যন্ত। মোট ৬০০ কিলেমিটার অতিক্রম করবে ৬ ঘণ্টায়। এটি যাবে জিরিবাম হয়ে। বর্তমানে ওই পথ যেতে সময় লাগে ১৫ ঘণ্টা।
আপনার মতামত লিখুন :