1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

এবার আরও সহজ হল কলকাতা টু ত্রিপুরার যোগাযোগ! রাষ্ট্রপতির হাত ধরে যাত্রা শুরু আগরতলা-কলকাতা এক্সপ্রেসের

মৌসুমী

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৭:১০ পিএম

এবার আরও সহজ হল কলকাতা টু ত্রিপুরার যোগাযোগ! রাষ্ট্রপতির হাত ধরে যাত্রা শুরু আগরতলা-কলকাতা এক্সপ্রেসের
এবার আরও সহজ হল কলকাতা টু ত্রিপুরার যোগাযোগ! রাষ্ট্রপতির হাত ধরে যাত্রা শুরু আগরতলা-কলকাতা এক্সপ্রেসের

এবার আরও সহজ কলকাতার সঙ্গে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা। ট্রেন পথেই এবার থেকে আরও দ্রুত পৌঁছে যাওয়া যাবে ত্রিপুরায়। বৃহস্পতিবার আগরতলা থেকে আগরতলা-কলকাতা এক্সপ্রেসের শুভ সূচনা হল। উদ্বোধন করলেন  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও রাজ্যের পরিবহণ মন্ত্রী প্রাণজিত্ সিংহ রায়।

ত্রিপুরায় পর্যটনের জন্য বহু মানুষ যান কলকাতা থেকে। এছাড়াও চিকিৎসা, পড়াশোনা ও কাজের জন্য বহু মানুষকে কলকাতা থেকে পাড়ি দিতে হয় ত্রিপুরার উদ্দেশ্যে। সেক্ষেত্রে আগরতলা-কলকাতা এক্সপ্রেস চালু হওয়ার ফলে সেই যোগাযোগ অনেক সহজ হবে। একইসঙ্গে অনেক কম খরচে তারা পশ্চিমবঙ্গে আসতে পারবেন। এরফলে ত্রিপুরার পর্যটন শিল্পেও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

https://twitter.com/rashtrapatibhvn/status/1580410475795259392

এদিনের অনুষ্ঠানে রেলের মুখপাত্র সব্যসাচী দে বলেন, "১৪ কোচের একটি বিশেষ ট্রেন মণিপুর পর্যন্ত চলবে সপ্তাহে একদিন। পাশাপাশি জনশতাব্দী এক্সপ্রেস সপ্তাহে ৩ দিন চলবে। ওই ট্রেনের কোচগুলি হবে ভিস্তাডোম কোচ"।

অন্যদিকে, আরও একটি ট্রেনের উদ্বোধন হয় এদিন। রেল সূত্রে খবর, এই ট্রেনটি আগরতলা থেকে যাবে খোংসাং পর্যন্ত। মোট ৬০০ কিলেমিটার অতিক্রম করবে ৬ ঘণ্টায়। এটি যাবে জিরিবাম  হয়ে। বর্তমানে ওই পথ যেতে সময় লাগে ১৫ ঘণ্টা।

আরও পড়ুন