বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রথমে সঙ্গী বিধায়কদের নিয়ে বিদ্রোহ ঘোষণা। যার রেশ গড়ায় মহারাষ্ট্রের সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে। ৩০ জুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিক্ষুব্ধ শিবসেনা নেতা একনাথ শিন্ডে। এদিকে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এবং আস্থা ভোটে জয়ের পরেও এখনও তাঁদের ভাগ্য ঝুলে রয়েছে দেশের শীর্ষ আদালতে।
আজ সপ্তাহের প্রথম দিন, সোমবার ১৬ বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে উদ্ধব ঠাকরের করা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি হবে। শুধু শুনানিই নয়, আজই রায়দান হতে পারে এই মামলায়। আজই এই মামলার রায়দান হলে, একদিকে যেমন মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের ইতি ঘটবে, তেমনি এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তাও স্পষ্ট হয়ে যাবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর সমর্থকরা শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন। প্রথম আবেদনটি পুরনো, প্রথম আবেদনে ১৬ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, গত শুক্রবার একটি নতুন পিটিশন দায়ের হয়েছে। তাতে একনাথ শিন্ডেকে সরকার গঠনের আবেদন জানানোর রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
সুপ্রিম কোর্টের বেঞ্চে আস্থা ভোট, বিধানসভায় মুখ্য সচেতক নিয়োগ, নতুন স্পিকার নিয়োগ নিয়েও শুনানি হবে। এছাড়াও আরও ৪ টি পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে। আজ মামলার শুনানিতে কী বলে সুপ্রিম কোর্ট সেদিকেই তাকিয়ে সকলে।
আপনার মতামত লিখুন :