1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দূরত্ব মিটতে চলছে! আবারও কি এক হতে যাচ্ছে ঠাকরে ও শিন্ডে শিবির?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ১০:০৬ এএম

দূরত্ব মিটতে চলছে! আবারও কি এক হতে যাচ্ছে ঠাকরে ও শিন্ডে শিবির?
দূরত্ব মিটতে চলছে! আবারও কি এক হতে যাচ্ছে ঠাকরে ও শিন্ডে শিবির?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ শিবসেনার দলের অন্তর্দ্বন্দ্বের মূল্য চোকাতে হয়েছে কংগ্রেস এবং এনসিপিকে। সেই সঙ্গে পতন হয়েছে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি জোটের মহা বিকাশ আগাড়ি সরকারের। রাতারাতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মুখ পালটেছে। শিবসেনা প্রধানের জায়গায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ। তাঁর পাশাপাশি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর পদে বসেন দেবেন্দ্র ফড়নবীশ। 

এদিকে, সূত্রের খবর শীঘ্রই ভাঙা সম্পর্ক জোড়া লেগে যেতে পারে। শোনা যাচ্ছে, বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনের আগেই ফের একজোট হয়ে যেতে পারে দুই পরস্পর বিরোধী শিবির একনাথ এবং উদ্ধব ঠাকরে। শোনা যাচ্ছে, কমপক্ষে চারজন সাংসদ ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁরা নাকি জেদ এবং অহংকার ভুলে বিজেপির সঙ্গে হাত মেলানোর পরামর্শ দিয়েছেন। 

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুক্রবার শিবসেনার সমস্ত পদ থেকে একনাথকে সরিয়ে দেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। দল বিরোধী কাজের জন্য শিবসেনার সমস্ত পদ থেকে একনাথ শিন্ডেকে বহিষ্কার করেন তিনি। একটি চিঠি পাঠান উদ্ধব। চিঠিতে জানিয়েছেন ‘দল বিরোধী কার্যকলাপ’-এর কারণে শিবসেনার সমস্ত পদ থেকে শিন্ডেকে সরানো হয়েছে। তিনিও এও জানিয়েছেন, শিন্ডে নিজের ইচ্ছায় দলের সদস্যপদ ত্যাগ করেছেন। চিঠিতে উদ্ধব ঠাকরে লিখেছেন, ‘সম্প্রতি আপনাকে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে দেখা গিয়েছে। আপনি শিবসেনার সদস্য পদ ছেড়েছেন। তাই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে’। শিবসেনার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্যই শিন্ডেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন উদ্ধব ঠাকরে।

এদিকে, গতকালই স্পিকার নির্বাচনে নিজেদের ক্ষমতা দেখিয়েছে একনাথ শিবির। সংখ্যাগরিষ্ঠতার কারণেই স্পিকার পদে নির্বাচন কড়া হয়েছে বিজেপি বিধায়ক রাহুল নারভেকরকে। দুই নেতার মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই চললেও, তাঁদের কাছের মানুষেরা চাইছেন এই দুই বিরোধী শিবির আবার সব ভুলে একজোট হোক। শিবসেনা বিজেপির সঙ্গে হাত মেলাক। 

এমনকি এও শোনা যাচ্ছে যে, মহারাষ্ট্রের নয়া উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও নাকি চাইছেন শিবসেনার দুই শিবির ফের এক হয়ে যাক। তা তাঁর সাম্প্রতিকের একাধিক বক্তব্যে উঠে এসেছে। তিনি বারবার শিবসেনাকে পুরনো বন্ধু বলেই উল্লেখ করেছেন। এখানেই শেষ নয়, সূত্রের খবর, বেশ কয়েকজন সাংসদ ইতিমধ্যেই দেবেন্দ্রের সঙ্গে দেখা করে, কীভাবে দুই শিবিরকে এক করা যায় তা নিয়ে আলোচনার ইচ্ছাও প্রকাশ করেছেন। সেই সঙ্গে দুই নেতা যাতে সব ভুলে এক হয়ে যান, তার জন্য বিএমসি নির্বাচন এগিয়ে আনার প্রস্তাবও দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও সূত্রের খবর।

শিবসেনার উদ্ধব শিবির যখন দলের অধিকার নিয়ে আইনি লড়াইয়ের পথের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন, ঠিক তখনই কয়েকজন সাংসদের মতে, উদ্ধব এবং একনাথ এক হয়ে গেলে আখেরে দলেরই লাভ হবে। এখন সময়ই বলবে শেষপর্যন্ত  কী হবে?

আরও পড়ুন