বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান হোক বা চিন সীমান্ত সমস্যা নিয়ে আজ থেকে নয়, দীর্ঘ সময় ধরেই জেরবার ভারত। তবে, প্রয়োজনে আক্রমণেও পিছপা হবে না দেশ। এমনটাই জানিয়ে দিয়েছেন দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন একথাই। সীমান্তের ওপার থেকে ভারতের বিরুদ্ধে যেকোনোরকম সন্ত্রাসী কার্যকলাপ চললে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না দেশ।
১৯৭১ সালে আসাম ভিত্তিক যে লড়াই হয়েছিল, সেখানে ভারত-পাক যুদ্ধের দেশের যে নাগরিকরা অংশ নিয়েছিলেন, সেই সকল প্রবীণদের সংবর্ধনা জানানো হয় ওই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানেই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত সরকার দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার কাজ করছে। পাশাপাশি তিনি বলেন, ‘ভারত এই বার্তা দিতে সফল হয়েছে যে সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। বাইরে থেকে ভারতকে লক্ষ্যবস্তু করা হলে আমরা সীমান্ত অতিক্রম করতে দ্বিধা করব না৷’
এখানেই শেষ নয়, সম্প্রতি চিনের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষের প্রসঙ্গও তোলেন রাজনাথ সিং। তিনি ভারতীয় সেনার প্রশংসা করে বলেন যে, ‘আমার দৃঢ় বিশ্বাস যে বিশ্বের কোনো শক্তি ভারত মাতার মাথা নত করার জন্য কিছু করলে দেশ তার জবাব দেবে।’
অন্যদিকে, এই সংঘর্ষে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দেশের যে বিরোধীরা প্রশ্ন তুলেছিল, এদিন তাঁদের কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ধরনের সমালোচনা সেনাদের নিরাশ করে শুধু নয়, মানুষের অনুভূতিতেও আঘাত করে। তিনি আরও বলেন যে, ‘আমি আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করি। আমি তাঁদের বলেছি, আমার যা করার ছিল এবং তাঁদের যা করতে বলা হয়েছিল তা করেছেন। তাঁরা ভারত মাতার মাথা উঁচু করে রেখেছেন।’
আপনার মতামত লিখুন :