1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

নবজাতকদের সোনার আংটি, কোথায় ৫৬ ভোগ! মোদীর জন্মদিন উপলক্ষে নানা আয়োজন

আত্রেয়ী সেন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ১০:১২ এএম

নবজাতকদের সোনার আংটি, কোথায় ৫৬ ভোগ! মোদীর জন্মদিন উপলক্ষে নানা আয়োজন
নবজাতকদের সোনার আংটি, কোথায় ৫৬ ভোগ! মোদীর জন্মদিন উপলক্ষে নানা আয়োজন

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ ৭২ বছরে পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রীর জন্মদিন একটু অন্যভাবে পালন করতে চলেছে বিজেপি, কেকে কেটে নয়। অন্য ধরনের নানা আয়োজনে পালিত হবে মোদীর জন্মদিন। শুধু কেকে কাটা যে বাদ, তাই নয়, তার পাশাপাশি আজ হবে না কোনও যজ্ঞও। এর পরিবর্তে আজ দেশের বিভিন্ন জায়গায় থাকছে দান-ধ্যানের বিশাল কর্মসূচি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শনিবার থেকেই ১৫ দিনের সেবাপক্ষ শুরু করেছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘সেবাপক্ষ’ পালন করবে গেরুয়া শিবির। এই ১৫ দিনে দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি পালন করা হবে। বস্তি এলাকার শিশু এবং যুবকদের নিয়ে বিশেষ দৌড়ের আয়োজন করেছে দিল্লির বিজেপি। রবিবার অর্থাৎ আগামিকাল সেই দৌড়ের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদীর বিভিন্ন সময়ে পাওয়া উপহারের ই-নিলামের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। জানা গিয়েছে, হাজারের বেশি উপহার নিলাম করে যে টাকা উঠবে, তা দেওয়া হবে ‘নমামি গঙ্গে’ প্রকল্পে। এইসব উপহারের মধ্যে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইটের মূর্তির ছোট্ট সংস্করণ, গণেশের মূর্তি, রাম মন্দিরের ছোট্ট মডেল-সহ নানা জিনিস। তাছাড়া এই নিলামের বিশেষ আকর্ষণ ২৫ টি ক্রীড়া স্মারক।

আজ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিল্লির কনট প্লেসের এক রেস্তরাঁ তৈরি করেছে ৫৬ ইঞ্চির বিশেষ থালি। নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে এই থালিতে থাকবে ৫৬ রকমের নানা পদ। শুধু তাই নয়, এর মধ্যে নিরামিষভোজীদের জন্য আলাদা এবং আমিষভোজীদের জন্য আলাদা ৫৬ ভোগের থালি। যে যাঁর পছন্দ মতো বেছে নিতে পারেন।

আবার শনিবার চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতকদের সোনার আংটি দেওয়ার কথাও ঘোষণা করেছে তামিলনাড়ু বিজেপি। এছাড়া নমো অ্যাপেও থাকছে বিশেষ ফিচার ‘ফ্যামিলি ই কার্ড’। এর মাধ্যমে যে কেউ দেশের যেকোনও প্রান্ত থেকে ভিডিও পাঠিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পারেন। আবার বাংলাতেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর নামে বালুরঘাটে বিশেষ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এর সূচনা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনই নামিবিয়া থেকে আনা চিতাদের ছাড়া হবে মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে। ১৯৪৭ সালে মারা যায় ভারতের শেষ চিতাটি। তারপর থেকে বিগত ৭৫ বছর ধরে এদেশে বিশ্বের দ্রুততম এই প্রাণীটির দেখা পাওয়া যায়নি। এবার সেই অভাব পূরণ করতেই নামিবিয়া থেকে আনানো হচ্ছে এই চিতাদের। শোনা যাচ্ছে, সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সেইসব চিতাদের জঙ্গলে ছাড়বেন।

আরও পড়ুন