নতুন ভারতে নারী শক্তির পতাকা উড়ছে। শনিবার মধ্যপ্রদেশের শেওপুরে এক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দেশের নারী শক্তিরও প্রশংসা করলেন তিনি।
এই অনুষ্ঠানে এসে নিজের জন্মদিনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, গ্রামীণ অর্থনীতিতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নতুন নতুন দিশা দেখানোর জন্য কেন্দ্রীয় সরকার সর্বক্ষণ কাজ করছে। একই সঙ্গে প্রত্যেক জেলার স্থানীয় পণ্য যাতে বড় বড় বাজার গুলিতে নিয়ে গিয়ে বিক্রি করা যায় সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার চেষ্টা করে যাচ্ছে বলে এদিন জানান তিনি।
দেশে বিগত আট বছরে কেন্দ্রীয় সরকার যেভাবে মহিলাদের স্বনির্ভর করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে তাতে বর্তমানে ৮ কোটিরও বেশি মহিলা ভারতবর্ষের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি জানান,এখন কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য প্রত্যেকটি গ্রামীণ এলাকা থেকে প্রতি পরিবার পিছু একজন করে মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা।
প্রত্যেক বছর জন্মদিনে মায়ের কাছে আশীর্বাদ নিতে যান বলে জানান প্রধানমন্ত্রী। তবে এবছর একাধিক কর্মসূচি থাকায় যেতে পারেননি। তাই সে বিষয়ে খানিকটা মন খারাপ থাকলেও এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অনুষ্ঠানে এসে তাঁর সেই আক্ষেপ মিটে গেছে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আপনার মতামত লিখুন :