1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই মঞ্চ কাঁপালেন প্রধানমন্ত্রী! কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২৪, ২০২২, ১১:০৪ এএম

ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই মঞ্চ কাঁপালেন প্রধানমন্ত্রী! কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?
ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই মঞ্চ কাঁপালেন প্রধানমন্ত্রী! কী বার্তা দিলেন নরেন্দ্র মোদী?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে, প্রথম দিনেই মঞ্চ কাঁপালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল, বৃহস্পতিবারই এই সম্মেলনের সূচনা হয়। বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনের প্রথম দিনে, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই প্রধান বক্তা ছিলেন। যদিও তিনি সশরীরে এই সম্মেলনে জিগ দেননি। ভার্চুয়াল মাধ্যমেই যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী করোনা পরবর্তী সময়ে বিশ্বের অর্থনীতির আবারও ঘুরে দাঁড়ানোর জন্য, বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, এবারের ব্রিকস সম্মেলন আয়জনের দায়িত্বে রয়েছে চিন। বাকি দেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল সম্মেলনে যোগ দেওয়ার জন্য। বৃহস্পতিবার ১৪ তম ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারীর প্রকোপ আগের থেকে অনেকটা কমলেও, বিশ্ব অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়েছে। কিন্তু অতিমারীর সময় ব্রিকসের অন্তর্ভুক্ত দেশগুলি একযোগে কাজ করেছে, এর ফলে মানুষ উপকৃত হয়েছে। ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলিকে নিজেদের মধ্যে সংযোগ আরও বাড়াতে হবে।’

প্রধানমন্ত্রীর মতে, ব্রিকসভুক্ত দেশগুলির পারস্পারিক সম্পর্ক করোনা পরবর্তী সময়েও বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতিকে পরিচালনার ক্ষেত্রে ব্রিকসের সদস্য দেশগুলির মনোভাব এক। এমন একাধিক ক্ষেত্র রয়েছে, যেখানে ব্রিকসভুক্ত দেশগুলি মিলিতভাবে সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ব্রিকস ইয়ুথ সামিট, ব্রিকস স্পোর্টস-সহ একাধিক ক্ষেত্রে সংযোগ আরও বাড়িয়ে আমরা মানুষের সঙ্গে মানুষের সংযোগকেই বৃদ্ধি করেছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগামীদিনে কীভাবে আমাদের মধ্যে সংযোগ ও সম্পর্কে একাধিক উপদেশ আজকের আলোচনা থেকে পাওয়া যাবে বলে আমি নিশ্চিত।’ উল্লেখ্য, বিগত কয়েক বছরে ব্রিকসের সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, চিন এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যোগাযোগ বাড়ার কারণে পরিকাঠামোতে পরিবর্তন এসেছে এবং এর পাশাপাশি বিশ্বের দরবারে এই মঞ্চের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে আগের থেকে। এমনটাই দাবি করেছেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন