1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আজ আলোর উৎসব দীপাবলি, প্রদীপের সাজে সাজবে দেশ, টুইটে শুভেচ্ছাবার্তা মোদী-শাহ-রাষ্ট্রপতির

আত্রেয়ী সেন

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ১০:০৬ এএম

আজ আলোর উৎসব দীপাবলি, প্রদীপের সাজে সাজবে দেশ, টুইটে শুভেচ্ছাবার্তা মোদী-শাহ-রাষ্ট্রপতির
আজ আলোর উৎসব দীপাবলি, প্রদীপের সাজে সাজবে দেশ, টুইটে শুভেচ্ছাবার্তা মোদী-শাহ-রাষ্ট্রপতির

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ আলোর উৎসব দীপাবলি। গোটা দেশ আলোর সাজে সেজে উঠেছে দেশ। দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে পালিত হচ্ছে দীপাবলি। এ রাজ্যে যেমন মা কালীর আরাধনায় মত্ত সকলে, তেমনই আবার গোয়ায় অসুরকে জ্বালিয়ে আলোর উৎসবের সূচনা করা হয়েছে। উৎসবের এই দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন সকালেই দীপাবলির শুভেচ্ছা জানান দেশের নেতারা।

এদিন সকালেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে বলেন, ‘সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতার সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দের সঙ্গে দীপাবলি কাটান, এই আশাই করি।’

এদিন প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইটে দেশের মানুষকে দীপাবলির শুভেচ্ছা জানান দ্রৌপদী মুর্মু। তিনি টুইটে লেখেন, ‘আলো ও আনন্দের এই শুভ অনুষ্ঠানে আসুন আমরা সকলে মিলে তাঁদের জীবনে খুশি নিয়ে আসি জ্ঞান ও শক্তির প্রদীপের মাধ্যমে।’

অন্যদিকে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পাশাপাশি দশবাসিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইটে লেখেন, ‘এই দীপাবলির উৎসবে সকলের খুশি, আনন্দ, সুস্বাস্থ্যের কামনা করি।’

 

আরও পড়ুন