1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘কোন হাত ৮৫ পয়সা সরিয়ে নিত’? জার্মানির মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে আক্রমণ মোদীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ৩, ২০২২, ০১:০৮ পিএম

‘কোন হাত ৮৫ পয়সা সরিয়ে নিত’? জার্মানির মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে আক্রমণ মোদীর
‘কোন হাত ৮৫ পয়সা সরিয়ে নিত’? জার্মানির মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে আক্রমণ মোদীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবার জার্মানির মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রাক্তন তথা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এক মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের সমালোচনা করার পাশাপাশি দেশের মানুষের উন্নতির স্বার্থে বিজেপি সরকার কতোটা এগিয়ে এসেছে, সেকথাও বললেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রীর কথায়, নতুন ভারত শুধু নিরাপদ ভবিষ্যতের কথাই চিন্তা করে না, ঝুঁকি নিতেও জানে। সোমবার বার্লিনে ভারতীয় শাসন ব্যবস্থায় প্রযুক্তিকে করা হচ্ছে, তার প্রশংসা করতে গিয়ে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্লিনে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’ আত্মনির্ভর ভারতের চালিকাশক্তি হয়ে উঠেছে। 

আবার ‘নতুন ভারত’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন যে, দেশ এখন শুধুমাত্র নিরাপদ ভবিষ্যতের কথাই চিন্তা করে না। তাঁর কথায়, ‘ভারত ঝুঁকি নেয়, উদ্ভাবন করে, অনুকূল অবস্থার সৃষ্টি করে। ২০১৪ সালে ভারতে ২০০-৪০০টা স্টার্ট আপ সংস্থা ছিল। আজ সেখানে ৬৮ হাজার স্টার্ট আপ হয়ে গেছে।’

অন্যদিকে, জার্মানির মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসকেও আক্রমণ করেন। প্রাক্তন তথা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একটি মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। ক্ষমতায় থাকাকালীন রাজীব গান্ধী একবার বলেছিলেন, তিনি দিল্লি থেকে ১ টাকা পাঠালে তার ১৫ পয়সা মানুষের কাছে পৌঁছায়। সোমবার প্রধানমন্ত্রী মোদী জার্মানিতে প্রবাসী ভারতীয়দের সামনে বলেন, ‘ওটা কোন হাত ছিল যা ৮৫ পয়সা সরিয়ে নিত?’ 

রাজীব গান্ধীর ওই বক্তব্যকেই হাতিয়ার করেছে বিজেপি। পদ্ম শিবিরের নেতা-মন্ত্রীদের কথায়, বিজেপি সরকারের এটাই কৃতিত্ব, যে তাঁরা দেশের উন্নয়নের সুফল প্রতিটি সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছায়, তা নিশ্চিত করেছে। এদিন মোদী আরও বলেন, ‘এখন কোনও প্রধানমন্ত্রীকে বলতে হবে না, আমি দিল্লি থেকে ১ টাকা পাঠিয়েছি, মানুষের কাছে পৌঁছেছে ১৫ পয়সা।’

 

আরও পড়ুন