বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ নতুন সংসদ ভবনের ছাদে যে অশোকস্তম্ভ, তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অশোকস্তম্ভের ওজন ৯,৫০০ কেজি এবং উচ্চতা ৬.৫ মিটার। এই অশোকস্তম্ভ নতুন সংসদ ভবনের মাঝের ফোয়ারের উপরে ঢালাই করে রাখা হয়েছে। একটি সরকারি নোটে বলা হয়েছে যে। জাতীয় প্রতীকটিকে নিচ থেকে ধরে রাখার জন্য প্রায় ৬,৫০০ কেজি ওজনের একটি ইস্পাতের কাঠামো তৈরি করা হয়েছে।
নতুন সংসদ ভবনের ছাদে বসতে চলা জাতীয় প্রতীকটি ক্লে মডেলিং, কম্পিউটার গ্রাফিক্স থেকে শুরু করে ব্রোঞ্জ ঢালাই এবং পালিশ হওয়া অবধি মোট ৮ টি পর্যায়ে তৈরি করা হয়েছে।
এদিন নতুন সংসদ ভবনের ছাদে অশোকস্তম্ভের উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন নির্মাণের সঙ্গে জড়িত কর্মীদের সঙ্গে কথা বলেন। জাতীয় প্রতীকের উন্মোচনের পরে পুজো হয়। সেই পুজোতেও অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন সংসদ ভবন নির্মাণে কেন্দ্র সরকারের খরচ হবে ১ হাজার ২৫০ কোটি টাকা। ৯৭৭ কোটি টাকার মূল বাজেটের থেকে খরচ বেড়েছে ২৯ শতাংশ। এই ভবন নির্মাণ করছে টাটা প্রোজেক্টস।
আপনার মতামত লিখুন :