রেল লাইনে কাটা পড়া, চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়া এই জাতীয় দুর্ঘটনার কথা আমরা আকছার শুনে থাকি! নিত্যযাত্রীদের তাড়াহুড়োর জেরেই এই জাতীয় দুর্ঘটনাগুলি ঘটে থাকে।
অত্যন্ত তাড়াহুড়োয় ট্রেনে উঠতে গিয়ে অথবা নামতে গিয়ে ট্রেন থেকে পড়ে বহু যাত্রীই মৃত্যুর সম্মুখীন হয়।
আর যে কারণে বহুবার ভারতীয় রেলের তরফে সতর্কবার্তা জারি করা হলেও যাত্রীদের হুঁশ ফেরেনি!
আর তার প্রমাণ ফের মিলল আরও একবার! সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক যাত্রী চলন্ত ট্রেন থেকে হঠাৎই প্লাটফর্মে ছিটকে পড়ে যান। আর স্বভাবতই ওই ব্যক্তি ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে গতির টানে ট্রেনের চাকার দিকে ঢুকে যাচ্ছিলেন।
আর সেই সময় তাঁর রক্ষাকর্তা হয়ে আসেন এক আরপিএফ জওয়ান। নিজের জীবনের পরোয়া না করে তিনি প্রাণ বাঁচান ওই ব্যক্তির। ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই ওই জওয়ানকে কুর্নিশ জানিয়েছেন নেট দুনিয়া।
ভারতীয় রেলের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভাডায়ালা রেলস্টেশনে।
জানা গিয়েছে, ট্রেনটি যখন ওই রেল স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করছিল সেই সময় ওই যাত্রী নাকি ট্রেনের গেটের কাছে ছিলেন এবং ট্রেনের দুলুনিতে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আর ঠিক তখনই তিনি ঘুমের ঘোরে টাল সামলাতে না পেরে ছিটকে প্লাটফর্মে পড়ে যান।
ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি পুনর্জীবন পেয়েছেন মূলত প্ল্যাটফর্মের মধ্যে ছিটকে পড়া এবং উপস্থিত আরপিএফ-এর তৎপরতায়।
আপনার মতামত লিখুন :