1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই ‘অসাংবিধানিক’ শব্দের নয়া তালিকা প্রকাশ!

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ১০:১১ এএম

সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই ‘অসাংবিধানিক’ শব্দের নয়া তালিকা প্রকাশ!
সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই ‘অসাংবিধানিক’ শব্দের নয়া তালিকা প্রকাশ!

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবারও বিশেষ কিছু শব্দে নিষেধাজ্ঞা জারি! সংসদের অধিবেশন শুরু আগেই প্রকাশিত হল অসাংবিধানিক শব্দের নতুন তালিকা। লোকসভা সচিবালয় কয়েকটি শব্দ সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করেছে। এই বইয়ে থাকা শব্দ লোকসভা এবং রাজ্যসভা উভয় ক্ষেত্রেই অসংসদীয় হিসেবে বিবেচিত হয়। 

এদিকে, ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বাদল অধিবেশন থেকেই। এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, এই শব্দের সংকলন নতুন কিছু নয়। এর আগেও লোকসভা, রাজ্যসভা এবং বিভিন্ন রাজ্যের আইনসভাগুলিতে অসংসদীয় শব্দ এবং অভিব্যক্তির উল্লেখ নিয়ে ঘোষণা করা হয়েছে। আবার কিছু কমনওয়েলথ পার্লামেন্টে অনুমোদিত নয় এমন শব্দও রয়েছে। 

লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান শব্দ এবং অভিব্যক্তির অপসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেই জানা গিয়েছে। তালিকায় স্পষ্ট বলা হয়েছে যে, কিছু কিওয়ার্ড সংসদীয় কাজকর্ম চলাকালীন অন্যান্য অভিব্যক্তির সঙ্গে একসঙ্গে ব্যবহার না হলে তা অসংসদীয় বলে বিবেচিত হবে না। 

সচিবালয় যে শব্দের তালিকা দিয়েছে তাতে কিছু ইংরেজি শব্দের মধ্যে রয়েছে ‘ব্লাডশেড’, ‘ব্লাডি’, ‘বিট্রেইড’, ‘অ্যাশেমড’, ‘অ্যাবিউসড’, ‘চিটেড’, ‘চাইল্ডিশনেস’, ‘কোরাপ্ট’, ‘কাওয়ার্ড’, ‘ক্রমিনাল’ এবং ‘ক্রোকোডাইল টিয়ার’।

অন্যদিকে, হিন্দি শব্দের তালিকায় রয়েছে, ‘চামচা’, ‘চামচাগিরি, ‘চেলা’, ‍‍`গদ্দার‍‍`, ‘গিরগিট’, ‘বেহরি সরকার’ -সহ আরও অনেক শব্দ। এছাড়াও এই তালিকায় রয়েছে, ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘বিশ্বাসঘাত’, ‘কালোবাজারি’, ‘অসত্য’, ‘অহঙ্কার’-এর মতো বিভিন্ন শব্দ। 

এদিকে, এই শব্দ তালিকার বিরোধিতা করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন টুইট করে লিখেছেন যে, ‘কয়েকদিনের মধ্যেই অধিবেশন শুরু হবে। সাংসদদের উপর গ্যাগ অর্ডার জারি। এখন সংসদে বক্তৃতা দেওয়ার সময় আমাদেরকে অ্যাশেমড, অ্যাবিউসড, বিট্রেইড, কোরাপ্ট, হিপক্রিসির মতো মৌলিক শব্দগুলি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। আমি এই সব শব্দ ব্যবহার করব। আমায় সাসপেন্ড করুন। গণতন্ত্রের জন্য লড়ছি।’

আরও পড়ুন