1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

১২ ঘণ্টা কাজ থেকে সপ্তাহে ৩ দিন ছুটি! এই দিন থেকেই কি আসছে নতুন নিয়ম?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ১২, ২০২২, ১২:৪২ পিএম

১২ ঘণ্টা কাজ থেকে সপ্তাহে ৩ দিন ছুটি! এই দিন থেকেই কি আসছে নতুন নিয়ম?
১২ ঘণ্টা কাজ থেকে সপ্তাহে ৩ দিন ছুটি! এই দিন থেকেই কি আসছে নতুন নিয়ম? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বড় খবর, ১ জুলাই থেকেই বদলে যেতে পারে দেশের শ্রম আইন। এবার থেকে ৮-৯ ঘণ্টা কাজের পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করতে হতে পারে কর্মচারীদের। তবে, কাজের সময় বাড়লেও, এক্ষেত্রে সপ্তাহে ৩ দিন ছুটি থাকবে। শোনা যাচ্ছে, জুলাই থেকেই দেশে নতুন শ্রম আইন জারি করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। 

জানা গিয়েছে, নতুন খসড়ার নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলি দিনে কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করার অধিকার পাবে। তবে, এই পরিস্থিতিতে সংস্থার কর্মচারীদের সপ্তাহে ৩ দিন ছুটি দিতে হতে হবে সংস্থার কর্তৃপক্ষকে। কর্মচারীকে সপ্তাহে ৪ দিন ১২ ঘণ্টা করে মোট ৪৮ ঘণ্টা কাজ করতে হবে। 

অন্যদিকে, নতুন শ্রম আইন বা লেবার কোড এলে, কর্মচারীদের বেতনের কাঠামোও পাল্টে যাবে। মূল বেতন মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হবে বলে মনে করা হচ্ছে। এর আওতায় মূল বেতন বৃদ্ধির ওপর পিএফ ও গ্র্যাচুইটির অর্থের পরিমাণও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এর কারণ হল, পি এফের টাকা মূল বেতনের উপর ভিত্তি করে এবং পি এফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি মাসে পাওয়া বেতনের পরিমাণ কমে যাবে।  কিন্তু পি এফ অ্যাকাউন্টে আরও বেশি পরিমাণ টাকা আসবে। 

নতুন লেবার কোড বা নতুন শ্রম আইন আসার পর, কর্মচারী অবসর গ্রহণের পর আরও বেশি টাকা পাবেন। কারণ কর্মচারী আরও টাকা পি এফ ও গ্র্যাচুইটিতে পাবেন। এতে সংস্থার খরচেও পরিবর্তন আসবে। আবার নতুন লেবার কোড চালু হলে সংস্থার কর্মীদের পিএফের ভিত্তিতে বেশি অবদান রাখতে হবে। 

এদিকে, নতুন শ্রম আইন বাস্তবায়নের বিষয়ে এখনও পর্যন্ত সরকারি তরফে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। যদিও মিডিয়া রিপোর্ট সত্যি হলে, ১ জুলাই থেকে লেবার কোডের প্রস্তাবিত চারটি নতুন নিয়ম কার্যকর হতে হওয়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন