স্কুলের ব্যাগটা বড্ড ভারী। তাই এবার স্কুলের ব্যাগের ভার হালকা করতে নয়া উদ্যোগ নিচ্ছে মধ্যপ্রদেশ সরকার। সেখানে নতুন নিয়ম করা হয়েছে ছোট্ট পড়ুয়ারা যাতে একদিন ব্যাগ ছাড়া স্কুলে যেতে পারে সে বিষয়ে দৃষ্টি দেওয়া হবে।এমন কি স্কুলের ব্যাগের সর্বোচ্চ ওজন কত হতে পারে সেই বিষয়ে একটি নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশ সরকার নতুন শিক্ষানীতির বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যেই। সেখানে স্পষ্ট বলা হয়েছে, খুজে পড়ুয়ারা যাতে স্কুলের ব্যাগ বহন করতে গিয়ে অসুস্থ হয়ে না পড়ে সেই কারণে ব্যাগের ওজন বেঁধে দেওয়া হয়েছে। সেইসঙ্গে সপ্তাহে অন্তত একদিন যাতে তারা বই খাতা এবং স্কুলের ব্যাগ ছাড়া স্কুলে যেতে পারে সেই নিয়মও তৈরি করা হয়েছে। সেই দিন অবশ্য স্কুলে পড়াশোনার বদলে খেলাধুলার ক্লাসই বেশি হবে।
শুধু ব্যাগের ভার লাঘবই নয়, হোমওয়ার্কেরও চাপ কমিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। ওই বিবৃতিতে সাফ জানানো হয়েছে, দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বাড়ির কাজ দেওয়া যাবে না পড়ুয়াদের। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমন কাজ দিতে হবে যা সপ্তাহে মোট দু`ঘণ্টার। এরপর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে প্রতিদিন এক ঘন্টা এবং তার উপরের ক্লাসের জন্য দৈনিক দু`ঘণ্টা সময় লাগে এমন পরিমাণে হোমওয়ার্ক দিতে হবে।
কম্পিউটার, মরাল সাইন্স, সাধারণ জ্ঞান, খেলা, শারীরিক শিক্ষা, শিল্পের ক্লাসে কোনরকম বই ব্যবহার করা যাবে না। এছাড়াও স্কুলের রুটিন এমনভাবে সাজাতে হবে যাতে পড়াশোনার পাশাপাশি অন্যান্য শিক্ষামূলক কাজেও জোর দেওয়া যায়। শুধু বিজ্ঞপ্তি জারি করেই ক্ষান্ত থাকেনি স্কুল শিক্ষা দপ্তর। জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে যেমন নির্দেশ দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা দেখতেও সারপ্রাইজ ভিজিটে আসবেন আধিকারিকরা। তখন যদি কোন ভাবে দেখা যায় নিয়মের লঙ্ঘন করা হয়েছে তাহলে সেই স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।।
আপনার মতামত লিখুন :