1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মাসকয়েক পরেই বিয়ে! তার আগেই হবু বরকে গ্রেপ্তার সাব-ইন্সপেক্টর পাত্রীর! ব্যাপারটা কী?

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ৫, ২০২২, ০৬:২৩ পিএম

মাসকয়েক পরেই বিয়ে! তার আগেই হবু বরকে গ্রেপ্তার সাব-ইন্সপেক্টর পাত্রীর! ব্যাপারটা কী?
মাসকয়েক পরেই বিয়ে! তার আগেই হবু বরকে গ্রেপ্তার সাব-ইন্সপেক্টর পাত্রীর! ব্যাপারটা কী?

বিয়ের মাত্র মাস কয়েকই বাকি ছিল। সবকিছুই মোটামুটি ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের আগেই সাব ইন্সপেক্টর পাত্রীর হাতে গ্রেপ্তার হলেন হবু বর। ঘটনাটি ঘটেছে আসামের নওগাঁও-তে। গোটা ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

পাত্র ‍‍`ONGC-র মুখ্য জনসংযোগ আধিকারিক‍‍`। সাব-ইন্সপেক্টর পাত্রীর পরিবারের কাছে এমনটাই পরিচয় দিয়েছিলেন। কিন্তু বিয়ের আগেই কাটল তাল। আসামের শিবসাগর জেলের মহিলা পুলিস আধিকারিক জুনমনি রাভা জানতে পারেন তাঁর হবু বর রাণা পগাগ মিথ্যে পরিচয় দিয়েছেন।

নিজেকে অয়েল ইন্ডিয়া লিমিটেডের একজন জনসংযোগ কর্মকর্তা হিসেবে পরিচয় করালেও রাণা আসলে ভুয়ো। শুধু তাই নয়, অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরি দেওয়ার মিথ্যা অজুহাতে কোটি কোটি টাকাও প্রতারণা করেছিলেন রাণা৷ আর এই জালিয়াতি প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ নেন জুনমনি রাভা৷ তৎক্ষনাৎ গ্রেপ্তার করেন নিজের হবু বরকে।

জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে রাণার সঙ্গে জুনমনির আলাপ হয়৷ এরপর দুই পরিবারের আশীর্বাদে গত বছরের অক্টোবরে দুজনের ‍‍`সগাই‍‍` হয়। চলতি বছরের অক্টোবরে দু‍‍`জনের চার হাত এক হওয়ার কথা ছিল। অর্থাৎ আর মাত্র মাস পাঁচেক পরই ছিল বিয়ে। কিন্তু তার আগেই ঘটল এমন কাণ্ড। লোক ঠকানোর অভিযোগ রাণাকে পাকড়াও করলেন জুনমনি।

রাণাকে গ্রেপ্তারির পর জুনমনি সংবাদমাধ্যমে জানান, "ওর সম্পর্কে বেশ সন্দেহজনক বিষয় সামনে আসছিল৷ এরপর ধীরে ধীরে আমি ওর কেলেঙ্কারির সম্পর্কে জানতে পারি। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই, যারা ওর এই কাণ্ডের বিষয়ে আমাকে জানিয়েছিল।"

ইতিমধ্যেই রাণার কাছ থেকে পাওয়া জাল সিল ও ভুয়ো কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এমনকি জানা গিয়েছে, সগাইয়ের দিন ONGC-র যে গাড়িটি চড়ে রাণা এসেছিলেন, সেটিও ভুয়ো। আসলে সেটি ভাড়া করা গাড়ি। আপাতত রাণাকে ২ দিনের জন্য জেল হেফাজতে রেখেছে পুলিশ।

আরও পড়ুন