1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

শোকেও অবিচল কর্তব্যে! মায়ের মৃত্যুর দ্বিতীয় দিনেই যাবতীয় সরকারি দায়িত্ব সামালেন প্রধানমন্ত্রী

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৭:৩২ পিএম

শোকেও অবিচল কর্তব্যে! মায়ের মৃত্যুর দ্বিতীয় দিনেই যাবতীয় সরকারি দায়িত্ব সামালেন প্রধানমন্ত্রী
শোকেও অবিচল কর্তব্যে! মায়ের মৃত্যুর দ্বিতীয় দিনেই যাবতীয় সরকারি দায়িত্ব সামালেন প্রধানমন্ত্রী

মাকে হারিয়েও নিজের কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারে মাতৃ বিয়োগ  ঘটেছে প্রধানমন্ত্রীর কিন্তু শনিবার এই দেখা গেল যাবতীয় সরকারি কাজে আগের মতই তৎপর রয়েছেন তিনি। এমনকি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী সঙ্গে।

জানা যায়, গুজরাটের নভসারিতে শুক্রবার রাতে দুর্ঘটনায় নয় জনের মৃত্যু হয়। শনিবার সকালে দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করেছেন প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের প্রয়ানে।

এদিন, নয়া দিল্লিতে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে মূলত রাজ্যের মাওবাদী সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সে রাজ্যের মহিলাদের কর্মসংস্থান এবং কৃষি ক্ষেত্রে রাজ্য সরকারের কি কি প্রকল্প রয়েছে এবং সেগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

শুক্রবার মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে গান্ধীনগরে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ছেলের যাবতীয় কর্তব্য পালন করেছেন তিনি। নিজের কাঁধে করে মাকে শেষ যাত্রায় নিয়ে গিয়েছেন শ্মশান পর্যন্ত। এরপর মায়ের শেষকৃত্য শেষ করে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকেও। এরপর শনিবারেও নিজের কর্তব্যে অবিচল থেকে যাবতীয় কাজ পালন করলেন তিনি।

আরও পড়ুন