”দেখো দেখো কৌন আয়া, শের আয়া, শের আয়া।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে কার্যত এই ভাবেই উচ্ছাস প্রকাশ করলেন তার ভক্তরা। বৃহস্পতিবার হিমাচল প্রদেশে উনায় নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তাঁকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন জনতা।
নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে হিমাচল প্রদেশে। ফের একবার সেই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে মরিয়া গেরুয়া শিবির। একের পর এক গেরুয়া শিবিরের নেতা সেখানে আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। এদিন সেখানেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদিকে দেখতে জড়ো হওয়া অসংখ্য মানুষ এদিন প্রধানমন্ত্রীর নামে স্লোগান দিতে থাকেন। সেই ভিড়ের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তাঁরা স্লোগান দিতে থাকেন, "মোদি-মোদি, শের আয়া। দেখো দেখো কৌন আয়া, শের আয়া, শের আয়া"।
প্রসঙ্গত, ২০২০ সালে মোদির কাজে মানুষের সমর্থন ছিল ৮৪ শতাংশ। কিন্তু গত বছর তা অনেকটাই কমে গিয়েছিল। প্রায় ৬৩ শতাংশে নেমে এসেছিল তা। কিন্তু এবার ফের বেড়েছে তাঁর জনপ্রিয়তা। প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী সবুজ সংকেত দেখান বন্দে ভারত এক্সপ্রেসকে। পাশাপাশি বাল্ক ড্রাগ পার্কের শিলান্যাসও করেন তিনি।
আপনার মতামত লিখুন :