বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সামনেই নির্বাচন। তাই নির্বাচনী প্রচারও চলছে। প্রচারে গিয়ে ‘উত্তরপ্রদেশ, বিহার কে ভাইয়ে’ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
এবার তাঁরই পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একিসঙ্গে বিঁধলেন প্রিয়াঙ্কা এবং গান্ধী পরিবারকে। ফের একবার ‘পরিবারতন্ত্র’ নিয়ে খোঁচা দিয়ে, প্রধানমন্ত্রী বললেন, তাঁরাই আসলে চান্নির ‘মালিক’। এটাই প্রথমবার নয়, এর আগেও বহুবার পরিবারতন্ত্র নিয়ে গান্ধী পরিবারকে এভাবেই আক্রমণ করেছেন তিনি। এদিন নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যা বললেন, গোটা দেশ তা শুনল। দিল্লির ওই পরিবার তাঁর মালিক। সেই মালিক তাঁর পাশে দাঁড়িয়ে হাততালি দিলেন।’
পাশাপাশি তিনি এও স্পষ্ট বুঝিয়ে দিলেন যে, এভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আসলে বিহার এবং উত্তরপ্রদেশের মানুষদের অপমান করছেন। মোদীর কথায়, ‘গুরু গোবিন্দ সিং কোথায় জন্মেছেন? বিহারের পাটনা সাহিব। গুরু গোবিন্দ সিংকেও কি পাঞ্জাবের বাইরে ছুড়ে ফেলবেন? এই ধরনের বৈষম্য যাঁরা করেন, তাঁদের পাঞ্জাব শাসন করা উচিত নয়।’
এখানেই শেষ নয়, তিনি সন্ত রবিদাসের প্রসঙ্গ তুলে আরও বলেন যে, ‘গতকালই আমরা সন্ত রবিদাসের জয়ন্তী পালন করেছি। কোথায় জন্মেছেন তিনি? উত্তরপ্রদেশের বারাণসীতে। তিনি কি সন্ত রবিদাসকেও পাঞ্জাব থেকে বের করে দেবেন?’
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার পাঞ্জাবে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে নির্বাচনী প্রচার করছিলেন চান্নি। সেখানেই তিনি বলেন যে, ‘প্রিয়াঙ্কা গান্ধী পাঞ্জাবের বৌমা। তিনি পাঞ্জাবীদের বৌমা। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লির ভাইয়েরা এখানে এসে শাসন করতে পারবেন না। উত্তরপ্রদেশের ভাইয়াদের এখানে ঢুকতে দেব না।‘ পাঞ্জাবের এই মন্তব্যকে ঘিরেই এরপর শুরু হয় বিতর্ক।
আপনার মতামত লিখুন :