বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দেশের নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করা হল হল দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। দেশের নয়া সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এই প্রথম কোনও ইঞ্জিনিয়ারকে দেশের সেনাপ্রধান পদের নিযুক্ত করা হল। সেদিক থেকে দেখতে গেল ভারতীয় সেনার ইতিহাসে এই ঘটনা একেবারেই নতুন। ভারতীয় সেনার ২৯ তম আর্মি চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ছিলেন সেনার উপপ্রধান পদে।
উল্লেখ্য, চলতি মাসের ৩০ তারিখ বর্তমান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে অবসর নেবেন। দীর্ঘ ২৮ মাস তিনি এই পদে ছিলেন। আর তাঁর সহকারীর দায়িত্ব সামলেছেন মনোজ পাণ্ডে। এবার নারাভানের অবসরের পর, সেনাপ্রধান পদে নিযুক্ত হবেন মনোজ পাণ্ডে।
সোমবার অর্থাৎ আজই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, ‘কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে দেশের নয়া সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হবে।’ মনোজ পাণ্ডেই প্রথম ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ারের পদ থেকে সেনাবাহিনীর প্রধান পদে নিযুক্ত হলেন।
কে এই মনোজ পাণ্ডে? ১৯৮২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। তাঁর পুরো নাম মনোজ চন্দ্রশেখর পাণ্ডে। ১৯৮২ সালে তিনি কর্পস অফ ইঞ্জিনিয়ারসে যোগ দেন। তিনি এই রেজিমেন্টের দায়িত্বে ছিলেন। তিনি জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন ‘পরাক্রম’ চলাকালীন নেতৃত্ব দিয়েছিলেন। উল্লেখ্য, ২০০১ সালে সংসদে জঙ্গি হামলার ঘটনার পরে এই অপারেশন চালানো হয়েছিল। দেশের পশ্চিম সীমান্তে প্রচুর পরিমাণে সেনা ও অস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়ে। পরে ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। পাশাপাশি মনোজ পাণ্ডে আন্দামান ও নিকোবরের কম্যান্ডার-ইন-চিফ-এর পদেও দায়িত্ব সামলেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মনোজ পাণ্ডে সহকারী সেনাপ্রধান পদে নিযুক্ত হন। ৩০ এপ্রিল নারাভানের কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হলেই মনোজ পাণ্ডে এই পদে যুক্ত হয়ে দায়িত্ব বুঝে নেবেন। মনোজ মুকুন্দ নারাভানের পর তিনিই হবেন সেনার সর্বোচ্চ পদাধিকারী।
প্রসঙ্গত, ২০২১ সালের ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম CDS জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং সেনার ১৩ জন আধিকারিক প্রাণ হারান৷ সেই দুর্ঘটনার পর থেকে ওই পদ শূন্যই রয়েছে। সুলুরের সেনা ছাউনি থেকে ভারতীয় বায়ুসেনার Mi-17V5 বিমানটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। নীলগিরি পর্বতের কাছে জঙ্গলে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই বায়ুসেনার ওই কপ্টারে আগুন ধরে যায়।
আপনার মতামত লিখুন :