কিছুটা হলেও দেশজুড়ে কমেছে করোনার প্রকোপ! স্বাভাবিক ছন্দে ফিরছে রেল পরিষেবা৷ আর এবার ফের একবার স্বাভাবিক হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল। আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হবে এমনটাই জানানো হয়েছে ভারতীয় রেল মন্ত্রক সূত্রে।
প্রসঙ্গত, বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে৷ কলকাতা স্টেশন থেকে ঢাকার মধ্যে যাতায়াত করে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস৷
মৈত্রী কলকাতা থেকে ছেড়ে গেদে সীমান্ত হয়ে ঢাকা পৌঁছয়৷ আর পেট্রোপোল- বেনাপোল সীমান্ত হয়ে ঢাকা যায় বন্ধন এক্সপ্রেস৷
এই দুটি ট্রেনের পাশাপাশি এনজিপি থেকে ঢাকা পর্যন্ত মিতালি এক্সপ্রেস নামে আরও একটি ট্রেনও যাতায়াত করত এতদিন যাবৎ৷
তবে করোনা কালীন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। মূলত দুই দেশের মধ্যে যাতায়াতের প্রধান ভরসা হয়ে ওঠে বিমান। তবে এবার ফের ট্রেন চলাচল স্বাভাবিক হতে চলায় উপকৃত হবেন আম যাত্রীরা। কারণ বিমানের খরচা অত্যন্ত ব্যয়বহুল। আর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য হরহামেশাই বহু মানুষকে এই দেশে আসতে হয়। আর সেই ক্ষেত্রে তাঁরা মূলত ভরসা করেন ট্রেনের উপর।
আপনার মতামত লিখুন :