বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ হিমাচল প্রদেশের কুলুতে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। একটি স্কুলবাস খাদে পড়ে যায়। এর জেরে একাধিক পড়ুয়া-সহ এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে সংবাদসংস্থা সূত্রে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত বেশ গুরুতর বলেই খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে ওই স্কুল বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই, ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল। পাশাপাশি এক সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল ওই বাসটি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘হিমাচল প্রদেশের কুলুতে বাস দুর্ঘটনা হৃদয় বিদারক। আমি সমবেদনা জানাই শোকাহত পরিবারগুলিকে। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।’
অন্যদিকে, এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীও। টুইটে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর লেখেন, ‘কুলুর সায়ঞ্জ উপত্যকায় বেসরকারি বাস দুর্ঘটনার খবর পেয়েছি। পুরো প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি মৃতদের বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’
প্রসঙ্গত, প্রায় ১০ দিন আগে সিমলা জেলায় একটি পিকআপ গাড়ি খাদে পড়ে ২৮ জন আহত হয়েছিলেন। এদের মধ্যে নয় জন গুরুতর আহত হয়েছিলেন।
আপনার মতামত লিখুন :