বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। প্রয়াত বিপিন রাওয়াতের পর এবার নতুন সেনা সর্বাধিনায়কের নাম ঘোষণা করল কেন্দ্রের মোদী সরকার। বিপিন রাওয়াতের জায়গায় নতুন সিডিএস হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। জানা গিয়েছে, প্রায় ৪০ বছর ভারতীয় সেনার বিভিন্ন পদে কাজ করার পর, এবার তিনি সেনার সর্বোচ্চ পদে বসলেন লেফটেন্যান্ট জেনারেল চৌহান। এখানেই শেষ নয়, এর পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান সেনা সচিব হিসেবেও কাজ করবেন। বুধবার এক বিবৃতি পেশ করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।
এর আগে মৃত্যু পর্যন্ত জেনারেল বিপিন রাওয়াতই চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন। তবে, গত বছর, ডিসেম্বর মাস নাগাদ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়, সস্ত্রীক রাওয়াতের। সেই ঘটনার পর থেকে ওই পদ ফাঁকাই ছিল। একসময় মনে করা হচ্ছিল যে, সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে এই পদে বসতে পারেন। কিন্তু বাস্তবে তিনি নয়, নতুন সেনা সর্বাধিনায়ক পদে বসতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল চৌহান।
জানা গিয়েছে, এই পদে লেফটেন্যান্ট জেনারেল চৌহানকে বসানোর আগে সিডিএস নিয়োগের নিয়মে সংশোধন করতে হয় কেন্দ্রের বিজেপি সরকারকে। পূর্বে চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করা হত শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে থেকে। সেই নিয়মের সংশোধন করা হয় বিপিন রাওয়াতের মৃত্যুর পরেই। এই সংশোধনের পরে, কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলরা নন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলরাও এই পদে বসতে পারবেন। তবে, সেক্ষেত্রে তাঁদের বয়স ৬২ বছরের কম হতে হবে। সেই নিয়মেই বিপিন রাওয়াতের পরে এবার অনিল চৌহান দেশের সেনা সর্বাধিনায়ক হলেন।
উল্লেখ্য, দেশের নিরাপত্তার জন্য এই চিফ অফ ডিফেন্স পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন সেনার মধ্যে সমন্বয়সাধন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার থাকে এই সিডিএস-এর উপরেই। বিশেষজ্ঞরা মনে করছেন। এই গুরুত্বপূর্ণ পদে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। লেফটেন্যান্ট জেনারেল চৌহান ৪০ বছর ভারতীয় সেনার সঙ্গে যুক্ত। কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা রয়েছে। সেনার বিভিন্ন কম্যান্ডের দায়িত্বও তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন। সেই অভিজ্ঞতাকেই পুঁজি করতে চায় ভারত।
১৯৬১ সালের ১৮ মে জন্ম লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের। জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি এবং ভারতীয় সামরিক অ্যাকাডেমি থেকে শিক্ষা গ্রহণের পর, ১৯৮১ সালে ভারতীয় সেনাবাহিনীর ১১ নম্বর গোর্খা রাইফেলে নিযুক্ত হয়েছিলেন তিনি। মেজর জেনারেল হিসেবে নর্থ কম্যান্ডের গুরুত্বপূর্ণ বারামুলা সেক্টরে এক পদাতিক বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে, তিনি উত্তর-পূর্ব ভারতে এক বাহিনী কম্যান্ড করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হয়েছিলেন। ২০২১ সালের মে মাসে এই পদে থেকেই তিনি থেকে অবসর নিয়েছিলেন।
একসময়, তিনি অ্যাঙ্গোলায় রাষ্ট্রসংঘের অভিযানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। আবার অবসরেই থেমে যাননি। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও, জাতীয় নিরাপত্তা এবং সামরিক কৌশলগত বিভিন্ন বিষয়ে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সেনাবাহিনীতে তাঁর বিশেষ অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। এর মধ্যে রয়েছে, পরম বিশেষ সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক, সেনা পদক, বিশেষ সেবা পদক ইত্যাদি।
আপনার মতামত লিখুন :