1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠের বাড়িতে ED হানা! উদ্ধার স্বয়ংক্রিয় বন্দুক AK-47

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৩:৩৪ পিএম

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠের বাড়িতে ED হানা! উদ্ধার স্বয়ংক্রিয় বন্দুক AK-47
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠের বাড়িতে ED হানা! উদ্ধার স্বয়ংক্রিয় বন্দুক AK-47

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠের বাড়ি থেকে স্বয়ংক্রিয় বন্দুক AK-47 উদ্ধার করল ইডি। এদিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পরিচিত অভিযুক্ত প্রেম প্রকাশের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। অবৈধ খনি মামলায় প্রেম প্রকাশের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। তল্লাশি অভিযান চলাকালীন প্রেম প্রকাশের বাড়ির আলমারি থেকে একে ৪৭ বন্দুক উদ্ধার হয়েছে বলেই জানা গিয়েছে। আলাদা করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ অভিযুক্ত প্রেম প্রকাশের বিরুদ্ধে।

ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ বলেই পরিচিত প্রেম প্রকাশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এদিন তাঁর বাড়িতে তাল্লাশি অভিযান চালান ইডি-র আধিকারিকরা। তবে, শুধু প্রেম প্রকাশই নয়, এদিন অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ড, বিহার, তামিলনাড়ু এবং দিল্লির একাধিক জায়গায় হানা দেয় ইডি। এই অভিযানে উক্ত মামলায় প্রচুর নথি উদ্ধার হয়েছে বলেই দাবি করেছে ইডি। পাশাপাশি ইডি সূত্রে দাবি করা হয়েছে, একাধিক ব্যক্তি মুখ খুলেছে ইডি-র তদন্তকারী আধিকারিকদের কাছে।

এদিকে, অবৈধ খনি মামলায় খোদ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও রয়েছেন ইডি-র নজরে। আজ হেমন্তের ঘনিষ্ঠের বাড়ি থেকে AK-47 উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এর আগে এই মামলায় আরও এক হেমন্ত ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগেই এই মামলায় বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেছে ইডি। ইডি সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীদের থেকে মোট ১১.৮৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের মোট ৩৭টি ব্যাঙ্কে ওই টাকা রাখা ছিল বলে দাবি করেছেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা। অবৈধ খনির মামলায় সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৬ কোটি ৫৮ লক্ষ বাজেয়াপ্ত করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

আরও পড়ুন