1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

চূড়ান্ত অমানবিক! ৫ বছরের শিশু কন্যাকে হাত-পা বেঁধে রোদে ফেলে শাস্তি মায়ের

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ৮, ২০২২, ১০:৫৬ পিএম

চূড়ান্ত অমানবিক! ৫ বছরের শিশু কন্যাকে হাত-পা বেঁধে রোদে ফেলে শাস্তি মায়ের
চূড়ান্ত অমানবিক! ৫ বছরের শিশু কন্যাকে হাত-পা বেঁধে রোদে ফেলে শাস্তি মায়ের / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চূড়ান্ত অমানবিক! শৈশবের খামখেয়ালীপনায় করা ভুলের এতো বড় শাস্তি! অপরাধ ছিল হোমওয়ার্ক না করা। আর যে এই অপরাধ করেছে, তার বয়স মাত্র ৫ বছর। আর এই অপরাধের শাস্তিস্বরূপ ওই ৫ বছরের শিশুকন্যাকে এই অত্যাধিক গরমে দুপুরের রোদে হাত-পা বেঁধে ছাদে ফেলে রাখল মা। ইতিমধ্যেই ওই শিশুকন্যার হাত-পা বাঁধা অবস্থায় ছটফট করতে থাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

ঘটনাটি ঘটেছে দিল্লির খাজুরি খাস এলাকায়, চলতি মাসের ২ জুন। বুধবারই দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই শিশুটির পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ওই শিশুকন্যা তার হোমওয়ার্ক করেনি বলেই তার মা মেয়ের হাত-পা বেঁধে তাকে দুপুরের সময় প্রচণ্ড রোদের মধ্যে ফেলে রেখে দেয়। 

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শিশুকন্যার পরিবারকে চিহ্নিত করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়াও হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়েছে যে, ‘একটি বাড়ির ছাদে হাত পা বাঁধা একটি মেয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরে দিল্লি পুলিশ তার পরিচয় এবং পরিস্থিতি নিশ্চিত করার জন্য সমস্ত সম্ভাব্য প্রচেষ্টাই করেছিল। শিশুটির পরিবারকে চিহ্নিত করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পাশের বাড়ির ছাদ থেকে তোলা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাচ্চা মেয়েটি সাহায্যের জন্য কান্নাকাটি করছে। দড়ির ফাঁস থেকে নিজেকে ছাড়াবার আপ্রাণ চেষ্টা করছে। যিনি ভিডিওটি তুলেছেন, সেই মহিলাকে এও বলতে শোনা যায় যে, বাচ্চাটির মা তার হাত-পা বেঁধে তাকে দুপুর ২ টো নাগাদ প্রচণ্ড গরমে আর রোদের মধ্যে ছাদের মধ্যে ফেলে রেখেছে। 

পুলিশ তদন্ত শুরু করছে এই ঘটনায় পাশাপাশি শিশুটির পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা এবং দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে ট্যাগ করে রাহুল সিং নামে একজন লিখেছেন, ‘ভয়ঙ্কর, অনুগ্রহ করে দ্রুত ব্যবস্থা নিন।’

অন্যদিকে, দিল্লি কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবেই খতিয়ে দেখছে। একটি টুইটে DCPCR জানিয়েছে যে, ‘একটি বাড়ির ছাদে হাত পা বাঁধা মেয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরে, ডিসিপিসিআর সঙ্গে সঙ্গে বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে খতিয়ে দেখছে এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ জারি করা হয়েছে।’ 

আরও পড়ুন