1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

৮৭ বছরে পাশ করেছিলেন দশম ও দ্বাদশ শ্রেণী! এবার ৪ বছরের জেল খাটবেন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ২৮, ২০২২, ০২:০৪ পিএম

৮৭ বছরে পাশ করেছিলেন দশম ও দ্বাদশ শ্রেণী! এবার ৪ বছরের জেল খাটবেন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী
৮৭ বছরে পাশ করেছিলেন দশম ও দ্বাদশ শ্রেণী! এবার ৪ বছরের জেল খাটবেন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী

দিন কয়েক আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা।  ৮৭ বছর বয়সে দশম ও দ্বাদশ শ্রেণী পাধ করে নজির গড়েছিলেন তিনি। তাঁর এই অদম্য ইচ্ছেশক্তিকে ধন্য ধন্য করেছিল গোটা দেশ। সেই তাঁরই বিরুদ্ধে উঠল এবার মারাত্মক অভিযোগ!

কী অভিযোগ উঠেছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? জানা যাচ্ছে, ওম প্রকাশ চৌতালার আয় বর্হিভূত রোজগার রয়েছে। আয়ের তুলনায় ১০৩ গুণ বেশি সম্পত্তি রয়েছে। আর সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় চার বছরের জেল সহ ৫০ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে তাঁকে। শুধু তাই নয়, তাঁর চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে আদালত।

২০০৫ সালে ওম প্রকাশ চৌতালার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়। ২০১০ সালের ২৬ মার্চ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। সেই চার্জশিটেই ওই সময়ের আয় বহির্ভূত রোজগারের বিষয়ে উল্লেখ ছিল। ১৯৯৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে এই বিপুল সম্পত্তি করেছিলেন হরিয়ানার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু এর উৎস কী, তার সঠিক উত্তর দিতে পারেননি।


গত ২১ মে এই মামলায় ওম প্রকাশকে দোষী সাব্যস্ত করে দিল্লির রাউস অ্যাভিনিউর বিশেষ আদালত। এরপরই তাঁকে চার বছরের জেল, ৫০ লক্ষ টাকা জরিমানা এবং তাঁর চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক। যদিও বয়সজনিত কারণ দেখিয়ে সাজা কম করার আবেদন জানান হরিয়ানার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে সিবিআই তীব্র বিরোধিতা জানিয়েছে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের প্রধান ওম প্রকাশ চৌতালার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১৩ সালে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ায়। অভিযোগ ওঠে, তিন হাজারেরও বেশি জুনিয়র শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করেছিলেন তিনি। এই মামলায় তাঁকে দোষী সাব্যস্তও করে আদালত। সেবারও জেলের সাজা কাটিয়েছিলেন হরিয়ানার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন