বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ টালবাহানার পর, চলতি মাসেই শুরু হচ্ছে কংগ্রেসের স্থায়ী সভাপতি নির্বাচন প্রক্রিয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী, চলতি মাসের ২১ তারিখেই কংগ্রেসের সভাপতি নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। ২০ তারিখে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১ মাস ব্যাপী। নির্বাচন প্রক্রিয়া শেষ হবে ২০ সেপ্টেম্বর। কংগ্রেসের একেবারে তৃণমূল স্তর থেকেই এই নির্বাচন শুরু হবে। সূত্রের খবর, কংগ্রেসের প্রায় ৯ হাজার প্রতিনিধি এই সভাপতি নির্বাচনে নিজেদের ভোট দেবেন। ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতিও সমাধা হয়েছে।
এদিকে, সব প্রস্তুতি সারা হলেও, এখনও একটা প্রশ্নের উত্তর অধরাই রয়ে গিয়েছে। সেটি হল, কংগ্রেসের স্থায়ী সভাপতি কি রাহুল গান্ধী হবেন? যার উত্তর এখনও মেলেনি। যদিও দলের সভাপতি না হয়েও, তিনিই সিদ্ধান্ত গ্রহণ করছেন। সভাপতি না হয়ে এভাবেই কি কাজ চালিয়ে যাবেন? এই প্রশ্নই এখন উঠছে। এদিকে, দলীয় সূত্রের খবর, নির্বাচনে রাহুল সভাপতি পদে লড়তে চাইলে, দল তাঁকেই সমর্থন জানাবে। সেক্ষেত্রে এর আগেরবারের মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতাতেও জিতবেন।
তবে, দলের সব নেতারাই যে তাঁকে পছন্দ করেন তেমনটাও নয়। বিশেষ করে দলের মধ্যে অনেক বর্ষীয়ান ও পুরনো নেতাই তাঁকে এই পদের জন্য পছন্দ করেন না। তবে, তাঁদের আপত্তি যে সেক্ষেত্রে খাটবে না, সেই বিষয়েও কোনও সন্দেহ নেই। কিন্তু তারপরেও একটা সমস্যা থেকেই যাচ্ছে।
আর তা হল, রাহুল গান্ধী নিজে থেকে এই বিষয়ে তাঁর অবস্থান এখনও স্পষ্ট করেননি। আদৌ তিনি কংগ্রেসের স্থায়ী সভাপতি হবেন কিনা, তা খোলসা করেননি। আবার দলে তিনি এই মুহূর্তে বেশ সক্রিয়। আজই তিনি রাজস্থানের আলওয়ারে যাচ্ছেন। এখানে ২৩-এর শুরুতেই রয়েছে ভোট। আগামী ১৫ আগস্ট বেঙ্গালুরুতে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। আবার সেপ্টেম্বর মাসের শুরুতে কংগ্রেস যে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করতে চলেছে, তাতেও নেতৃত্ব দেবেন তিনি। জানা গিয়েছে, ১৫০ দিন ধরে প্রায় ৩ হাজার কিলোমিটার পথে যাত্রায় নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এতো সক্রিয় হয়েও রাহুল গান্ধী এখনও দলের সভাপতি হওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সেটাই চিন্তায় রেখেছে দলীয় শীর্ষ নেতৃত্বকে।
অন্যদিকে, রাহুল এই পদে দায়িত্ব না নিলে, সেক্ষেত্রে কী হবে? এখনও এই বিষয়ে অন্ধকারে দলীয় নেতৃত্ব। এতদিন সোনিয়া গান্ধীর নেতৃত্বে নবীন এবং প্রবীণের মধ্যে সমন্বয় রেখে ভালভাবেই চলছিল। কিন্তু সোনিয়া গান্ধীর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে, আর তাঁর উপর দায়িত্বের বোঝা চাপাতে চাইছে না দল। আবার প্রিয়াঙ্কা গান্ধীও এই দায়িত্ব নিতে রাজি নন। সেক্ষেত্রে গান্ধীর পরিবারের বাইরেই কাউকে এই পদের জন্য ভাবতে হবে নেতৃত্বকে। কে হবেন সেই ব্যক্তি? যদিও এটাও এখনও স্থির হয়নি। সেক্ষেত্রেও কি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কাউকেই বাছাই করা হবে? এই প্রশ্নও উঠছে দলের অন্দরে। যার উত্তর সময়ের হাতে।
আপনার মতামত লিখুন :