1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মথুরা স্টেশন থেকে চুরি যাওয়া ৭ মাসের শিশু উদ্ধার হল বিজেপি নেত্রীর বাড়িতে!

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ১১:০৪ এএম

মথুরা স্টেশন থেকে চুরি যাওয়া ৭ মাসের শিশু উদ্ধার হল বিজেপি নেত্রীর বাড়িতে!
মথুরা স্টেশন থেকে চুরি যাওয়া ৭ মাসের শিশু উদ্ধার হল বিজেপি নেত্রীর বাড়িতে!

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি মথুরা স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমন্ত মায়ের পাশ থেকে ঘুমিয়ে যাওয়া ৭ মাসের এক শিশু অপহৃত হয়েছিল। এবার সেই দুধের শিশুই উদ্ধার হল ১০০ কিলোমিটার দূরে ফিরোজাবাদের এক বিজেপি নেত্রীর বাড়ি থেকে। এখানেই শেষ নয়, সেই সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশ খোঁজ পেল ভয়ঙ্কর এক চক্রের। এই চক্র এভাবেই শিশু চুরি করে, বিক্রি করে দেয়। এই ঘটনার পর ওই বিজেপি নেত্রী-সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি স্টেশন থেকে যে ব্যক্তি ওই শিশুকে চুরি করেছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় ধৃত বিজেপি নেত্রী বিনীতা অগ্রবাল এবং তাঁর স্বামী জানিয়েছে, ১ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে তাঁরা ওই শিশুকে দুজন চিকিৎসকের থেকে কিনেছিলেন। তাঁরা এও জানিয়েছেন যে, তাঁদের এক কন্যা সন্তান রয়েছে, কিন্তু কোনও ছেলে না থাকায়, অনেকদিন ধরেই তাঁরা ছেলে চাইছিলেন। তাই ওই চিকিৎসকদের থেকে ওই শিশু পুত্রটিকে কিনেছিলেন।

মথুরার রেল পুলিশ সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার কথা জানিয়েছে। এক ছবিতে দেখা গিয়েছে, বাবা-মায়ের হাতে ওই ৭ মাসের শিশুটিকে তুলে দেওয়া হচ্ছে। পুলিশ অফিসার মহম্মদ মুস্তাক বলেন, ‘দীপ কুমার নামে এক ব্যক্তি শিশুটিকে তুলে নিয়ে যান। তিনি ওই পাচার চক্রের সদস্য। দলে রয়েছেন আরও দুই চিকিৎসক, যাঁদের হাথরসে একটি হাসপাতাল রয়েছে। কয়েক জন স্বাস্থ্যকর্মীও জড়িত। যাঁদের বাড়িতে শিশুটিকে পাওয়া গিয়েছিল, তাঁদেরও জেরা করেছি। তাঁরা জানিয়েছেন, ছেলে ছিল না। তাই কেনার চুক্তি করেছিলেন।’

ধৃত নেত্রী বা বিজেপি এই বিষয়ে বিশেষ কিছু প্রতিক্রিয়া দেয়নি। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, ২৩ অগস্ট রাতে বাবা-মায়ের পাশে স্টেশনে শুয়েছিল শিশুটি। সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় একজন। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের দিকে যেতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর তদন্ত শুরু করে উদ্ধার করা হল শিশুটিকে।

আরও পড়ুন