বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে অতি সক্রিয় হয়ে উঠেছে ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বিশেষ করে অ-বিজেপিশাসিত রাজ্যগুলিতে। বিরোধীদের তরফে অভিযোগ উঠছে যে, কেন্দ্রের বিজেপি সরকার অবিজেপিশাসিত রাজ্যগুলির শাসকদলের নেতা-মন্ত্রীদের হেনস্থা করতে এবং সেখানে ভয়ের পরিবেশ তৈরিতে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির অপব্যবহার করছে। এবার কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থারগুলির বিরুদ্ধে সরব হলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ভুপেশ বাঘেল কার্যত হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। সোমবার ভুপেশ বাঘেল জানিয়েছেন যে, রাজ্য পুলিশের কাছে যদি অভিযোগ আসে যে, কেন্দ্রীয় সংস্থাগুলি বিনা কারণে কাউকে হেনস্থা করছে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সোমবার ছত্তিশগড়ের দুর্গ জেলায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বাঘেল। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নিশানা করে বলেন, ‘ইডি, সিবিআই অথবা আয়কর বিভাগকে ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। আপনাদের যদি অকারণে নিশানা করা হয়, তবে ছত্তিশগড় সরকারের প্রধান হিসেবে আমি বলছি এবং আশ্বস্ত করছি, আপনার যদি রাজ্যের কোনও থানায় কেন্দ্রীয় এজেন্সির কোনও অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, তবে কঠোর পদক্ষেপ করা হবে। সত্যের লড়াই আমাদের লড়ে যেতে হবে। কেউ কোনও ভুল কাজ করলে তাঁকে শাস্তি পেতেই হবে। ভয়ের পরিবেশ তৈরি করে কোনও সরকার চলতে পারে না।’
অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে সরব হন বাঘেল। তিনি বলেন, ‘আমরা সব কেন্দ্রীয় সংস্থাগুলিকে স্বাগত জানাই। আমরা তাদের বিরুদ্ধে নই। যদি ভুল কিছু হয়ে থাকে তবে নিশ্চয়ই পদক্ষেপ করা উচিত। কিন্তু যদি মানুষকে হেনস্থা করা হয় এবং থানায় অভিযোগ দায়ের হয় তবে পদক্ষেপ করতেই হবে।’
আপনার মতামত লিখুন :