1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

উপরাষ্ট্রপতি না হওয়ার জন্যই কি ভাঙলেন জোট? উত্তরে কী জানালেন নীতীশ কুমার?

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০১:৩১ পিএম

উপরাষ্ট্রপতি না হওয়ার জন্যই কি ভাঙলেন জোট? উত্তরে কী জানালেন নীতীশ কুমার?
উপরাষ্ট্রপতি না হওয়ার জন্যই কি ভাঙলেন জোট? উত্তরে কী জানালেন নীতীশ কুমার?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যেই বিহারে নয়া জোট সরকার গঠন হয়েছে। বিজেপি-জেডিইউ জোট ভেঙে গিয়েছে। ২০১৫-১৭ ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটেছে বিহারে। বিহারে নয়া জোট সরকারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। আর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিকে, বিহারে পালাবদলের পরেই নীতীশ কুমারের দিকে প্রশ্নের আঙুল তুলেছে গেরুয়া শিবির। প্রাক্তন জোটসঙ্গীর বিরুদ্ধে অভিযোগ যে, জাতীয় রাজনীতিতে পা রাখার লক্ষ্যেই বিজেপির সঙ্গে জোট ভেঙেছেন নীতীশ কুমার। 

বুধবারই বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও সেই দাবিকেই সমর্থন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, নীতীশ কুমারের দলের একাংশ চেয়েছিল যে, নীতীশ কুমারকে যেন উপরাষ্ট্রপতি পদে মনোনীত করে এনডিএ জোট। অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে, বিজেপির এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন খোদ নীতীশ কুমার। তিনি বিজেপির এই অভিযোগকে মজার ছলে উড়িয়ে দিয়েছেন। 

গতকালই দুপুরে বিহারে অষ্টম দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। আর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে আচমকা রাজনৈতিক পালাবদলের পর গতকালই একের পর এক বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা তথা বিহারের জেডিইউ এবং বিজেপির জোট সরকারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি ঘনিষ্ঠ নেতা সুশীল মোদী। তিনি বলেন, ‘জোট ভাঙার দু’দিন আগেও অমিত শাহ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফোন করেছিলেন। সেই সময়ও তিনি কোনও ক্ষোভ জানাননি। বরং সব ঠিক আছে, চিন্তার কোনও কারণ নেই, এই কথাই বলেছিলেন তিনি।’

বিহারে হঠাৎ এই ক্ষমতা বদল নিয়েই গতকাল একের পর এক বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। তিনি বলেন, ‘জোট ভাঙার দু’দিন আগেও অমিত শাহ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফোন করেছিলেন। সেই সময়ও তিনি কোনও ক্ষোভ জানাননি। বরং সব ঠিক আছে, চিন্তার কোনও কারণ নেই, এই কথাই বলেছিলেন তিনি।’

সুশীল মোদীর এই দাবির জবাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘আমরা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থীকেই সমর্থন জানিয়েছিলাম। আমি উপরাষ্ট্রপতি হয়ে চেয়েছি, এটা মজা ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা শুনলেন একজন বলছেন যে, আমি উপরাষ্ট্রপতি হতে চেয়েছিলাম। সম্পূর্ণ মিথ্যা কথা এটা। আমার এমন কোনও ইচ্ছেই নেই। ওঁরা হয়তো ভুলে গিয়েছে আমাদের দল রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে কতটা সমর্থন জানিয়েছিল… ওদের আমার বিরুদ্ধে ওদের কথা বলতে দিন। তাহলে যদি ওরা আবার একটা জায়গা পায়।’

উল্লেখ্য, গতকালই বিহারের নয়া জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই নীতীশ কুমার জানিয়েছিলেন যে, জাতীয় রাজনীতির আঙিনায় পা রাখার কোনও ইচ্ছে তাঁর নেই। তিনি আজীবন বিহারের মানুষের সেবা করে যেতে চান।

আরও পড়ুন