1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘সংগঠন আছে বলেই সরকার আছে, আর তাই আপনারাও মন্ত্রী আছেন’! হুঁশিয়ারি ক্ষুব্ধ অমিত শাহের

আত্রেয়ী সেন

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০৪:৩৩ পিএম

‘সংগঠন আছে বলেই সরকার আছে, আর তাই আপনারাও মন্ত্রী আছেন’! হুঁশিয়ারি ক্ষুব্ধ অমিত শাহের
‘সংগঠন আছে বলেই সরকার আছে, আর তাই আপনারাও মন্ত্রী আছেন’! হুঁশিয়ারি ক্ষুব্ধ অমিত শাহের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ২০২৪- এর লোকসভা নির্বাচনের এখনও প্রায় ২ বছর বাকি রয়েছে। কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই এই নির্বাচনকে সামনে রেখে, নিজের নিজের প্রস্তুতি সারছে। এদিকে এই লক্ষ্যে ব্যতিক্রম নয় বিজেপিও। ইতিমধ্যেই তৃতীয়বার দেশের ক্ষমতা নিজেদের হাতে ধরে রাখতে এখনও থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পদ্ম শিবিরও।

গত লোকসভা নির্বাচনে, অর্থাৎ ২০১৯ এর লোকসভা নির্বাচনে পুরো দেশে মোট ১৪৪ টি আসনে সামান্য ভোটের ব্যবধানে পরাজয় হয়েছিল বিজেপির। বিজেপি সূত্রে জানা গিয়েছিল, ২০২৪ লোকসভা নির্বাচনে ওই হেরে যাওয়া আসনগুলির বেশ কিছুতে জেতার জন্য কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

দলের পক্ষ থেকে তাঁদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে, হেরে যাওয়া আসনগুলিতে জেতার রণকৌশল ঠিক করে, তার একটি রিপোর্ট পেশ করতে হবে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদের সংশ্লিষ্ট লোকসভা আসনগুলির সাংগঠনিক হালহকিকতও খতিয়ে দেখতে বলা হয়েছিল।

সূত্রের খবর, আজ কেন্দ্রীয় ওইসব মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৯ এর লোকসভা নির্বাচনে হেরে যাওয়া আসনগুলি নিয়ে আজকের বৈঠকে মন্ত্রীদের রিপোর্ট পেশ করার কথা ছিল। এদিকে, বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজকের বৈঠকে মাত্র ৩২ জন মন্ত্রী রিপোর্ট জমা দিয়েছেন। আর তাতেই বেজায় ক্ষুব্ধ অমিত শাহ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজকের ওই বৈঠকে যেসব মন্ত্রীরা রিপোর্ট জমা দিতে পারেননি, তাঁদের উপর বেজায় ক্ষুব্ধ অমিত শাহ, তিনি রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছে তাঁদের। সূত্রের আরও দাবি, রাজস্থান ও মধ্য প্রদেশের কেন্দ্রীয় মন্ত্রীরা রিপোর্ট দিতে পারেননি। জানা গিয়েছে, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের উদ্দেশে বলেছেন যে, ‘সংগঠন আছে বলেই সরকার আছে এবং সরকার আছে বলেই আপনারা মন্ত্রী আছেন।’ পদ্ম শিবির সূত্রে জানা গিয়েছে, হুঁশিয়ারি দিয়ে, কেন্দ্রীয় মন্ত্রীদের দ্রুত রিপোর্ট পেশের নির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন