1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

হাসপাতালে যেতে গিয়ে মাঝপথেই শেষ অ্যাম্বুলেন্সের জ্বালানি, রাস্তাতেই মৃত্যু রোগীর

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৬:৩৮ পিএম

হাসপাতালে যেতে গিয়ে মাঝপথেই শেষ অ্যাম্বুলেন্সের জ্বালানি, রাস্তাতেই মৃত্যু রোগীর
হাসপাতালে যেতে গিয়ে মাঝপথেই শেষ অ্যাম্বুলেন্সের জ্বালানি, রাস্তাতেই মৃত্যু রোগীর

মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো রাজস্থান। সময়মতো অ্যাম্বুলেন্সে উঠেও প্রাণ বাঁচলো না রোগীর। হাসপাতলে পৌঁছানোর আগেই রাস্তাতে মৃত্যু হল ওই রোগীর। শনিবার রাজস্থানের বাসো আর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।

জানা গিয়েছে, এক রোগীর পরিবার শনিবার সরকারি হাসপাতালে ১০৮ অ্যাম্বুলেন্স বুক করেন। মাঝপথে হাসপাতালে যাওয়ার আগেই জ্বালানি শেষ হয়ে যায় ওই অ্যাম্বুলেন্সের। এরপর সেই বিকল অ্যাম্বুলেন্স কে ঠেলতে ঠেলতে হাসপাতালে নিয়ে যান রোগীর আত্মীয়রা। কিন্তু এর মধ্যেই মাঝপথে মৃত্যু হয় রোগীর। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।

ইতিমধ্যেই সরকারি অ্যাম্বুলেন্স এর চালকের এই ঘটনার জন্য প্রশ্নের মুখে পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা। এই ঘটনায় রাজ্যের শাস্ত্রমন্ত্রী পিএস কাছারিয়াস জানান, অ্যাম্বুলেন্সে জ্বালানি না থাকার কারণে যদি রোগী মৃত্যু হয় বা যদি হাসপাতালে পৌঁছতে না পারে তাহলে এর জন্য দায়ী থাকবে ম্যানেজমেন্ট। যারা এই ঘটনার সব পেছনে রয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সিএমওএইচ বলেন, এটা একেবারেই এক অদ্ভুত ঘটনা। এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর পরিবারের সঙ্গে দেখা করে কথা বলা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনার তদন্তের তড়িঘড়ি নির্দেশ দেওয়া হয়েছে বলে ও জানানো হয়েছে।

আরও পড়ুন