বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের মোদী সরকারের ‘অগ্নিপথ’-প্রকল্পের আঁচে পুড়ছে গোটা দেশ। মোদী সরকারের এই প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। তা কী এই প্রকল্প? ভারতীয় সেনাবাহিনীতে স্বল্প মেয়াদে চুক্তির ভিত্তিতে সেনা নিয়োগ করা হবে। এই প্রকল্পের অধীনে চলতি বছরে কেন্দ্রের মোদী সরকার ভারতীয় সেনা বাহিনীতে প্রায় ৪৬,০০০ তরুণকে নিয়োগ করবে। যাঁদের নাম দেওয়া হবে ‘অগ্নিবীর’।
বিহার, ঝাড়খণ্ডের মতো বিভিন্ন রাজ্যে কেন্দ্রের এই প্রকল্পের বিরুদ্ধে পথে নেমেছেন মানুষ। সেনায় চুক্তির ভিত্তিতে কাজ পেতে রাজি নয় আন্দোলনকারীরা। এইসব রাজ্যে আন্দোলনকারীদের দাবি, এই প্রকল্প অবিলম্বে বাতিল করুন কেন্দ্র। বিহার প্রথম থেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছে। এই মুহূর্তে এই প্রকল্পের কারণে বিহারের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সড়ক-রেল অবরোধ করা হচ্ছে। ট্রেনে আগুন ধরিয়েছে দেওয়া হয়েছে। এর জেরে ইতিমধ্যে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। বিহারের সমস্তিপুরের পর এবার উত্তরপ্রদেশের বালিয়া ও তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেনে আগুন ধরিয়ে দিলেন আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় রেলস্টেশনে, ট্রেনের জানলা ভাঙা হয়। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে পাল্টা লাঠিচার্জ করে। পড়ে পুলিশ এবং রেলরক্ষী বাহিনীর সদস্যরা পরিস্থিতি আয়ত্তে আনেন। সরিয়ে নিয়ে যাওয়া হয় জ্বলন্ত কামরাগুলি। বিহার,উত্তরপ্রদেশ, হরিয়ানা-সহ একাধিক জায়গায় বিক্ষোভ চলছে।
এদিন সকালেই বিহারের লখিসরাই ও আরা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের দুটি কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়। আবার মোহিউদ্দিন নগরে জম্মু-তাওয়াই এক্সপ্রেসে ট্রেনের দুটি কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়। বারাণসীতেও বাসের উপর পাথর ছোড়া হয়। এদিকে, এই বিক্ষোভের আঁচ এসে পড়েছে বাংলাতেও। বিভিন্ন স্টেশনে বিক্ষোভ চলছে। ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়।
শুধু রেল স্টেশনে হামলাই নয়, রাস্তায় রাস্তায় অবরোধের পাশাপাশি বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এই বিক্ষোভের জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। মাঝ রাস্তায় আটকে গিয়েছে হাওড়া-শিয়ালদহ থেকে ছাড়া আটটি ট্রেন। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পূর্বা, দুন, শিয়ালদা-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-মুম্বই CSTM, হাওড়া-অমৃতসর মেল।
এখানেই শেষ নয়, জানা গিয়েছে, সময়সূচি বদলাতে পারে হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আসানসোল-টাটা এক্সপ্রেস, জয়নগর-হাওড়া এক্সপ্রেস, মালদা টাউন-কিউল এক্সপ্রেসের। বাতিল করা হয়েছে মালদা টাউন-লোকমান্য এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস।
আপনার মতামত লিখুন :