1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

সবজিওয়ালার দাড়িপাল্লা ছুড়ে ফেলল পুলিশ! কুড়োতে গিয়ে ট্রেনের চাকায় পা গেল বিক্রেতার

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৮:৪৬ পিএম

সবজিওয়ালার দাড়িপাল্লা ছুড়ে ফেলল পুলিশ! কুড়োতে গিয়ে ট্রেনের চাকায় পা গেল বিক্রেতার
সবজিওয়ালার দাড়িপাল্লা ছুড়ে ফেলল পুলিশ! কুড়োতে গিয়ে ট্রেনের চাকায় পা গেল বিক্রেতার

রেললাইন থেকে জবরদখল সরাতে এসেছিলেন পুলিশ। তাতেই জোর করে এক সবজি বিক্রেতার বাটখারা ও দাঁড়িপাল্লা রেললাইনে ছুড়ে ফেলে দিয়েছিলেন কনস্টেবল। এবার সেই বাটকারা কুড়াতে গিয়েই ট্রেনের ধাক্কায় পা হারালেন সবজি বিক্রেতা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে।

জানা গিয়েছে রেললাইনের পাশে সবজি বিক্রি করছিল বছর 19 এর আরসালান। এছাড়া অন্যান্য সবজি বিক্রেতারাও রেললাইনের ধারে বসে সবজি বিক্রি করছিলেন। সেই সময় কানপুরের কল্যাণপুর এলাকার সবজি বিক্রেতাকে তাড়া করে হেড কনস্টেবল রাকেশ কুমার। তাদের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হয় রেললাইনে।

এরপরেই আরসেলান তার দাঁড়িপাল্লাটি রেললাইন থেকে কুড়োতে যায়। তখনই লাইনে ছুটে আসা একটি ট্রেনের ধাক্কায় পায়ে গুরুতর চোট পায় সে। প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয় তার পা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি পায়ে কেটে বাদ দেওয়া হয়েছে। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরসালান।

এদিকে এই ঘটনায় রীতিমত নিন্দার ঝড় ছড়িয়েছে। কানপুর পুলিশ আধিকারিক বিজয় ধুলে জানিয়েছেন, জি টি রোডের দখলদারি সরাচ্ছিল পুলিশ সেই সময় কনস্টেবল দায়িত্বজ্ঞানহীনের মত কাজ করেছেন। তাকে সাসপেন্ড করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ।

আরও পড়ুন