1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

স্বাধীনতা দিবসের আগে রক্তাক্ত ভূস্বর্গ! আবারও জঙ্গি হানা, মৃত্যু বিহারের এক পরিযায়ী শ্রমিকের

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ১০:০৮ এএম

স্বাধীনতা দিবসের আগে রক্তাক্ত ভূস্বর্গ! আবারও জঙ্গি হানা, মৃত্যু বিহারের এক পরিযায়ী শ্রমিকের
স্বাধীনতা দিবসের আগে রক্তাক্ত ভূস্বর্গ! আবারও জঙ্গি হানা, মৃত্যু বিহারের এক পরিযায়ী শ্রমিকের / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবারই রাজৌরির পারগল সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার চেষ্টা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ওই ঘটনায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি শহিদ হয়েছেন তিন জওয়ান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রক্তাক্ত হল ভূস্বর্গ। আবারও জঙ্গি হানা কাশ্মীরে। এবারে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল বিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবারই গভীর রাতে বান্দিপোড়ায় হানা দিয়ে ওই পরিযায়ী শ্রমিককে খুন করে জঙ্গিরা। 

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বেশি রাতের দিকে, আচমকাই বান্দিপোড়ার সোদানারার সুম্বল এলাকায় হানা দেয় জঙ্গিরা। ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েই এই হামলা চালানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। গুলির আওয়াজ পেয়ে ওই পরিযায়ী শ্রমিক মহম্মদ আমরেজ ঘর থেকে বাইরে বেরোতেই, গুলিবিদ্ধ হন তিনি। কাশ্মীর পুলিশ জানিয়েছে, আমরেজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে জেহাদিদের খোঁজে তল্লাশি চলছে। 

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কাশ্মীরে বড় জঙ্গিহানা চালাল জঙ্গিরা। এর আগে, বৃহস্পতিবার ভোরের দিকে, বৃহস্পতিবার রাজৌরি টাউন থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পারগল সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার চেষ্টা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেনা ক্যাম্পের কাঁটাতারের বেড়া টপকে ভিতরে যাওয়া চেষ্টা চালায় জঙ্গিরা। কিন্তু মুহূর্তের মধ্যেই তাঁদের অবস্থান টের পেয়ে যান জওয়ানরা। পাল্টা অভিযানে নামে ১১ রাষ্ট্রীয় রাইফেলস। এরপর সেনা-জঙ্গি উভ্যপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এই গুলির লড়াইয়েই মৃত্যু হয় ২ জঙ্গির। পাশাপাশি গুরুতর আহত হন ৫ জওয়ান। পরে হাসপাতালে আহতদের মধ্যে ৩ জওয়ানের মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, রাজেন্দ্র প্রসাদ এবং মনোজ কুমার, লক্ষ্মণন ডি, নিশান্ত মালিক নামের তিন রাইফেলম্যান শহিদ হয়েছেন। অন্যদিকে, বুধবারই উপত্যকায় জঙ্গি হামলার ছক বানচাল করে সেনাবাহিনী। পুলওয়ামায় উদ্ধার করা হয় ৩০ কেজির বিস্ফোরক। নিরাপত্তাবাহিনীর তৎপরতায় বড় হামলা এড়ানো সম্ভব হয় এর ফলে। 

প্রসঙ্গত, এবছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। দেশব্যাপী স্বাধীনতার ৭৫ তম বর্ষ পালনের প্রস্তুতি চলেছে। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই জঙ্গি আক্রমণের সম্ভবনার কথা জানিয়ে সতর্ক করেছে আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো। আইবি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বাধীনতার দিবসের আগেই একযোগে জঙ্গি হামলা চালাতে পারে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলি। দিল্লির পাশাপাশি জম্মু-কাশ্মীরেও জারি হয়েছে সতর্কতা। সেই উদ্দেশ্যে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে উপত্যকাকে। পাশাপাশি এর মধ্যেই চলেছে জঙ্গি দমনের কাজও। কিন্তু এর মধ্যেই ফের জঙ্গি হামলার ঘটনাও ঘটছে।

আরও পড়ুন