1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আচমকাই পুণেতে নির্মীয়মাণ শপিং মলের একাংশ ভেঙে মৃত ৫ শ্রমিক! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১০:২২ এএম

আচমকাই পুণেতে নির্মীয়মাণ শপিং মলের একাংশ ভেঙে মৃত ৫ শ্রমিক! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
আচমকাই পুণেতে নির্মীয়মাণ শপিং মলের একাংশ ভেঙে মৃত ৫ শ্রমিক! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মাণ শপিং মলের একাংশ। এই দুর্ঘটনার জেরে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পুণের ইয়ারবদা শাস্ত্রীনগরে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

 

 

জানা গিয়েছে, পুণেতে ইয়ারবদা শাস্ত্রীনগরে একটি মল নির্মাণের কাজ চলছিল। এই নির্মাণকাজে বিহারের শ্রমিকরা কাজ করছিলেন। বৃহস্পতিবার রাতে ১০ জন শ্রমিক ওই নির্মীয়মাণ মলটিতে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ আচমকাই মলটির বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় থাকা লোহার খাঁচাটি বিকট আওয়াজ করে ভেঙে পড়ে। আওয়াজ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান আশেপাশের মানুষ। তাঁরা দেখতে পান, লোহার খাঁচার নীচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন। 

 

 

সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় থানা এবং দমকলে। এরপর শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় ১০ জনকে। অবিলম্বে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা হাসপাতালে ভর্তি। এদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। এদিকে, এই ঘটনার খবর পাওয়া মাত্রই টুইটে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 

আরও পড়ুন