1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মর্মান্তিক! মায়ের মোবাইল ফেটে মৃত্যু ৮ মাসের শিশুর, পাশেই সুইচবোর্ডে চার্জে বসানো ছিল ফোন

আত্রেয়ী সেন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০১:০৫ পিএম

মর্মান্তিক! মায়ের মোবাইল ফেটে মৃত্যু ৮ মাসের শিশুর, পাশেই সুইচবোর্ডে চার্জে বসানো ছিল ফোন
মর্মান্তিক! মায়ের মোবাইল ফেটে মৃত্যু ৮ মাসের শিশুর, পাশেই সুইচবোর্ডে চার্জে বসানো ছিল ফোন

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এক কথায় মর্মান্তিক! মোবাইল ফেটে মৃত্যু হল মাত্র ৮ মাসের এক শিশুর। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সুইচবোর্ডে মোবাইলটি চার্জে বসিয়ে শিশুটির পাশে রেখেছিলেন তার মা।

জানা গিয়েছে, ফোনটি মাত্র ৬ মাস আগেই কেনা হয়েছিল। ফোনটি সাধারণ কি-প্যাড ফোন বলেই জানা গিয়েছে। ফোনটি চার্জে বসানোর সঙ্গে সঙ্গেই ফেটে যায়। ঘটনার সময় ওই আট মাসের শিশু নেহার ঘরে ছিলেন না তার মা কুসুম কাশ্যপ। এদিকে, ফোনটি প্রচণ্ড শব্দ ফেটে যাওয়ায় ভয়ে কেদে ফেলে কুসুমের বড় মেয়ে নন্দিনী।

এদিকে, শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসেন শিশুদের মা। দেখেন ছোট মেয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। তার মুখের একটা অংশ পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, এই ঘটনা এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে, শিশুটির মা-বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, একটি সুইচবোর্ডে মোবাইলটি চার্জে বসিয়ে শিশুটির পাশে রেখেছিলেন তার মা কুসুম। ফোনটি চার্জে বসানোর পরেই ফেটে যায়। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর বাবা সুনীল কুমার কাশ্যপ শ্রমিকের কাজ করেন। যে বাড়িতে তাঁরা থাকেন, সেটির নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি। সোলার এবং বড় ব্যাটারির প্লেট দিয়ে ঘরের আলো জ্বালানো থেকে মোবাইল চার্জ করতেন সবাই। এর ফলেই এমন দুর্ঘটনা বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে, ওই মৃত শিশুর পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, ঘটনায় শোকের ছায়া এলাকায়।

 

আরও পড়ুন