বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একের পর এক বিতর্কে জড়াচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধীর ‘ভারত জোড় যাত্রা’-র মাঝেই বড় ধাক্কা হাত শিবিরে। গোয়ার বিজেপি রাজ্য সভাপতি সদানন্দ শেঠ তানাওয়াদে দাবি করেছেন যে, কংগ্রেসের ৮ বিধায়ক বিজেপিতে যোগ দেবেন আজই। এদিকে, রাহুল গান্ধী বুধবার ‘ভারত জোড় যাত্রা’-র অংশ হিসেবে দক্ষিণের রাজ্য কেরালা সফরে রয়েছেন। এর মাঝেই এল কংগ্রেসের জন্য এই বড় ধাক্কা।
জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত-সহ গোয়ার ৮ কংগ্রেস বিধায়ক বুধবারই পদ্ম শিবিরে যোগ দিতে পারেন। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন গোয়ার রাজ্য বিজেপি সভাপতি সদানন্দ শেঠ।
উল্লেখ্য, গোয়া বিধানসভার সদস্য সংখ্যা ৪০ বর্তমানে কংগ্রেসের ১১ এবং বিজেপির ২০ জন বিধায়ক রয়েছেন। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে কংগ্রেসের ১০ বিধায়ক একসঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর ফের গোয়া কংগ্রেসে ভাঙন। যদিও বেশ কয়েক মাস আগে থেকেই গোয়া কংগ্রেসে ভাঙনের খবর প্রকাশ্যে আসতে শুরু করে। তাও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাতে তেমন আমল দেয়নি। যার ফল এবার হাতেনাতে পেতে চলেছে দল।
এদিকে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন ‘ভারত জোড় যাত্রা’ নিয়ে ব্যস্ত, সেই সময়ই কংগ্রেস বিধায়করা দল ছাড়ছেন। যা উদ্বেগের। আজ ভারত জোড়ো যাত্রার অষ্টম দিন এবং এই যাত্রায় কন্যাকুমারী থেকে কাশ্মীর ৩,৫৭০ কিলোমিটার পথ পাড়ি দেবে কংগ্রেসের নেতা-কর্মীরা। শুধু কংগ্রেস বিধায়করাই নন, কয়েকদিন আগে, গোয়ায় বেশ কয়েকজন জেডিইউ বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন।
আপনার মতামত লিখুন :