বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে উত্তরপ্রদেশের মসনদে দ্বিতীয়বার বসেছেন যোগী আদিত্যনাথ। আর দ্বিতীয়বার মসনদে বসে ১০০ দিন পার করেছেন যোগী আদিত্যনাথ। আর এই প্রথমবার ১০০ দিনেই লক্ষ্যপূরণ হয়েছে বলে দাবি করলেন যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে তাঁর শাসনে পরের ৬ মাস, ১ বছর এবং ৫ বছরের লক্ষ্যমাত্রাও স্থির করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
সোমবার ১০০ দিনের রিপোর্ট কার্ড পেশ করে যোগী আদিত্যনাথ দাবি করেছেন, তাঁর রাজত্বে সুশাসন এসেছে সেই সঙ্গে বিদায় নিয়েছে কুশাসন। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ সরকারের প্রত্যেক বিভাগের কাজের খতিয়ান পেশ করেছেন। ১০টি ভাগে ভাগ করে কৃষি, শিল্প, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নগরোন্নয়ন, পর্যটন ও সস্কৃতি, শিক্ষা, রেভেনিউ এবং আইন দফতরের লক্ষ্যমাত্রা এবং তা পূরণের হিসাব দিয়েছেন যোগী আদিত্যনাথ।
উল্লেখ্য, রাজ্যের স্বরাষ্ট্র দফতর তাঁর হাতেই রয়েছে। সেই দফতরের কাজের খতিয়ান পেশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, প্রশাসন ১৬ হাজার ১৫৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে। প্রায় ৮৪ হাজারের মতো মামলা দায়ের করেছে পুলিশ। প্রত্যেক থানায় তৈরি করা হয়েছে সাইবার ক্রাইম ডেস্ক। পাশাপাশি ৩০ টি নতুন ফায়ার স্টেশন অনুমোদন পেয়েছে। যার মধ্যে ২৫ টির উদ্বোধন করা হয়েছে চলতি মাসের ১ তারিখেই।
যোগী আদিত্যনাথ দাবি করেছেন যে, রাজ্যের জিডিপি বৃদ্ধি পেয়েছে। উত্তরপ্রদেশ সরকার সে রাজ্যে মাফিয়া রাজ শেষ করার জন্য উদ্যোগ নিয়েছে। রাজ্য প্রশাসন ৮৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যেই। এই সম্পত্তি ছিল মাফিয়া এবং অপরাধীদের। অন্যদিকে, ৬৮ হাজারের বেশি অবৈধ নির্মাণ সরানো হয়েছে। আরও রয়েছে, প্রথমবার ১.২০ লক্ষ লাউডস্পিকার ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে বা ডেসিবেল কমানো হয়েছে।
যোগী আদিত্যনাথের কথায়, তাঁর সরকারকে মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় এনেছেন, সরকারের কাজ দেখেই। তাঁর দাবি, ‘আমরা শুধুমাত্র ভাষণে বিশ্বাস করি না। প্রতিশ্রুতি পূরণেই বিশ্বাস করি।’
আপনার মতামত লিখুন :