1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর ২০২১-এ নজর কেড়েছিল ‘বুর্জ খালিফা! এবছর থিম কি?

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৯:০৭ পিএম

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর ২০২১-এ নজর কেড়েছিল ‘বুর্জ খালিফা! এবছর থিম কি?
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর ২০২১-এ নজর কেড়েছিল ‘বুর্জ খালিফা! এবছর থিম কি?

কলকাতারদুর্গাপুজো মানেই থিমের ঘনঘটা। কোন পূজা মন্ডপ অত্যাধুনিক থিমের চমক দেবে তা নিয়ে চলেপ্রতিযোগিতা। এদের মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব।গতবছর তাদের চমক ছিল দুবাইয়ের ‘বুর্জ খালিফা’। যা রীতিমত শহরবাসীর মন জয় করেছিল। নজর কেড়েছিল সকলের। 

ইতিমধ্যেই দুর্গাপুজোর কাউনডাউন শুরু হয়ে গেছে। আর আগামীকাল বিশ্বকর্মা পূজা। আর কদিন পরেই মহালয়া। আর মহালয়া পার হলেই পুজো স্টার্ট হয়ে যায়। ইতিমধ্যেই কলকাতার ক্লাব গুলি খুঁটি পুজো সেরে মন্ডপ তৈরি কাজে লেগে পড়েছে। চলছে তুমুল ব্যস্ততা। আর তার সাথে চলছে থিমের লড়াই, সেরা হওয়ার লড়াই। 

সম্প্রতিইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে হেরিটেজ তকমা দিয়েছে। তা নিয়ে বিশালশোভাযাত্রাও হয়েছে রাজপথে। তাই এবারের দুর্গাপুজো একটু বেশিই স্পেশাল বলা যেতে পারে। প্রতি বছরই মহা পুজোর মহা আয়োজন করে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। গত বছর যেমন দুবাইয়ের ‘বুর্জ খালিফা’ করে নজর কেড়েছিল সকলের। এবছর তারা কি থিম করছে? চলুন জেনে নিই। 

এবছর ৫০ বছরে পা রাখল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব। আর তাই এবছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তারা তাদের থিম রেখেছে- ইউরোপের ‘ভ্যাটিক্যান সিটি’। গতবছরের থিম এতটাই নজর কেড়েছিল যে ভিড় উপচে পড়েছিল। তাই এবছর আরও নিরাপত্তা ব্যবস্থা রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এবছরের থিম সং কি হবে শ্রীভূমির! তা নিয়েও চিন্তা ভাবনা চলছে। তবে জানা গেছে মহালয়ার দিন থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এর পুজো দেখতে পাবে মানুষ।  

আরও পড়ুন