1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দুর্গাপুজোর দিনগুলিতে ভুলেও এই খাবারগুলি খাবেন না! হতে পারে অমঙ্গল

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৪:১৩ পিএম

দুর্গাপুজোর দিনগুলিতে ভুলেও এই খাবারগুলি খাবেন না! হতে পারে অমঙ্গল
দুর্গাপুজোর দিনগুলিতে ভুলেও এই খাবারগুলি খাবেন না! হতে পারে অমঙ্গল / প্রতীকী ছবি

মহালয়া পার করে আমরা অধীর আগ্রহে বসে আছি পুজোর দিনগুলোর জন্য। তবে মহালয়া পেরলেই পুজো প্রায় শুরু হয়ে যায় বললেই চলে। কারণ ইতিমধ্যেই অনেক বড় বড় মন্ডপ উদ্বোধন হয়ে গেছে, আর জনসমাগমও শুরু হয়ে গেছে। তবে পুজোর কথা উঠলে একটু খাওয়া দাওয়ার কথা তো তুলতেই হবে। 

পুজো মানেই ঘোরাঘুরি, আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। পুজোর কটা দিন ভিন্ন পদ তো রান্না করে খেতেই হবে। এক-দুদিন বাইরে খাওয়া-দাওয়া করলেও বাকি দিনগুলো বাড়িতে জমিয়ে রান্না করে খাওয়ার মজায় আলাদা। তবে পুজোর দিনগুলিতে সব খাবার খাওয়া যায় না। এমন কিছু খাবার রয়েছে যেগুলি পুজোর দিনগুলিতে খেলে অমঙ্গল হতে পারে।

পুজোর কোন দিন কি খাওয়া উচিত নয় চলুন একনজরে দেখে নেওয়া যাক-

প্রতিপদ তিথি অর্থাৎ প্রথমাতে চালকুমড়ো ভুলেও খাবেন না, এর ফলস্বরূপ অর্থহানি হতে পারে। 

এছাড়া পটল খাবেন না তৃতীয়াতে। এর ফলস্বরূপ আপনার শত্রু বৃদ্ধি পাবে। 

চতুর্থীতে ভুলেও খাবেন না মুলো, হতে পারে অর্থহানি। 

অন্যদিকে পঞ্চমীতে বেল খাওয়া মহা পাপ বলে মনে করা হয়, এর ফলে কলঙ্ক হয়।

ষষ্ঠীতে নিমপাতা খাবেন না। এর ফলস্বরূপ আপনার সন্তানের ভাগ্য খারাপ হতে পারে। 

তাল খাবেন না সপ্তমীতে। দেখা দিতে পারে স্বাস্থ্যের ক্ষতি।

অষ্টমীতে নারকেল খাওয়া উচিত না। এর ফলস্বরূপ মূর্খ হয়ে যেতে পারেন।

নবমীতে ভুলেও যেন খাবেন না পান্তা ভাত। খেলেই হতে পারে জ্বর, সর্দি-কাশির সমস্যা। 

দশমীতে কলমীশাক খাবেন না। যা গোহত্যার সমান পাপ বলে মনে করা হয়। 

এছাড়া একাদশীতে শিম খাওয়া মহাপাপ। 

আরও পড়ুন