1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

শীঘ্রই OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘আরআরআর’! ঘরে বসেই দেখা যাবে দক্ষিণী ব্লকবাস্টার

চৈত্রী আদক

প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৭:২৪ পিএম

শীঘ্রই OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘আরআরআর’! ঘরে বসেই দেখা যাবে দক্ষিণী ব্লকবাস্টার
শীঘ্রই OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘আরআরআর’! ঘরে বসেই দেখা যাবে দক্ষিণী ব্লকবাস্টার

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ মুক্তির পর থেকেই দক্ষিণী ব্লকবাস্টার ‘আরআরআর’ নিয়ে দেশবাসীর উৎসাহের কমতি নেই। গোটা দেশজুড়ে ছবিটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। তবে যারা এতদিন ছবিটি দেখেন নি অথবা কাজের চাপে সিনেমা হলে যাওয়া হয়ে ওঠেনি তাদের জন্য রইল এক বড় সুখবর। খুব শীঘ্রই OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’।

জানা গিয়েছে আগামী ২০ মে নেটফ্লিক্স (Netflix) ও জি ফাইভ (Zee 5) এই দুই OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে আরআরআর। এর ফলে বাড়ি বসেই নিজের সময় মত এনটিআর জুনিয়র এবং রামচরণ অভিনীত রহস্য-রোমাঞ্চকর যুদ্ধের ছবি দেখতে পাবেন দর্শকরা।

ছবির শ্যুটিং শেষ হয়েছিল বহুদিন আগেই। কিন্তু করোনা অতিমারির কারণে বারংবার পিছিয়ে যায় ছবির মুক্তির তারিখ। অবশেষে চলতি বছরের ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আরআরআর’। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি বক্স অফিসে লক্ষ্মী লাভ হয়। যার আয় ছাড়িয়ে যায় ১০০০ কোটি।

একাধিক ভাষায় মুক্তি পেয়েছে প্যান‌ ইন্ডিয়ার এই ছবি। OTT প্ল্যাটফর্মেও বিভিন্ন ভাষায় ছবিটি দেখতে পাবেন দর্শকরা। জি-ফাইভে তামিল, তেলেগু, কন্নড় আর মালায়লাম ভাষায় দেখা যাবে আরআরআর। অন্যদিকে নেটফ্লিক্সে ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

আরআরআর-এর পাশাপাশি ‘কেজিএফ চ্যাপটার-২’ও OTT প্ল্যাটফর্মে দেখানো হবে বলে গুঞ্জন রটেছে। এখনও বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘কেজিএফ’-এর এই সিকুয়্যাল ছবিটি। ইতিমধ্যেই ছবির নির্মাতারা ৩২০ কোটি টাকার বিনিময়ে এই ছবির ডিজিটাল স্বত্ব বিক্রি করেছেন। আগামী ২৭ মে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপটার-২’।

আরও পড়ুন